Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ
Location

টুঙ্গিপাড়া উপজেলা

Transportation

বাংলাদেশের যে কোন স্থান হতে সড়ক পথে।

Contact

উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

Details

এখানে শায়িত আছেন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান গেট হতে প্রবেশ করে সোজা পশ্চিম পার্শ্বে রয়েছে সমাধিসৌধ। এখানে যেয়ে শ্রোদ্ধা নিবেদন করতে পারেন জাতির পিতার বিদেহী আত্মার প্রতি। প্রধান গেটের বাম পাশেই আছে একটি সমাধিসৌধ ক্যানটিন। ডান পার্শ্বে রয়েছে বেশ কয়েকটি দোকান। একটু এগিয়েই ডানদিকে লাইব্রেরী ও বঙ্গবন্ধুর উপর দুর্লভ ছবি ও ডকুমেন্ট নিয়ে গড়া মিউজিয়াম, পাশেই আছে থিয়েটার সেন্টার। এর ঠিক বিপরীত অংশে রয়েছে সমাধিসৌধ মসজিদ। মসজিদের সামনেই রয়েছে বড় একটি পুকুর, পুকুরের চারিপাশে ছায়াঘেরা পরিবেশে বসে বিশ্রাম নেয়ার জন্য রয়েছে বেঞ্চ। একটু সামনে আগালেই সমাধিসৌধ ও আকর্ষণীয় ঝর্ণা, সমাধী সৌধের পাশ্চিম পার্শ্বেই রয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শৈশবের স্মৃতি ঘেরা পৈত্রিক বাড়ী। তবে বাড়ীটি এখন সংস্কার করে দ্বিতল ভবনে রুপান্তর করা হয়েছে। এছাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে কৃতিম ভাবে সৃস্ট ছোট ছোট টিলা পাহাড় ও বাহারী রংয়ের ফুলের বাগান।