জুন/২০১২ ইং মাসের মাসিক সভার কার্যবিবরণী
সভাপতিঃ মোঃ সোলায়মান বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া
সভার তারিখ ও সময়ঃ ২৮/০৬/২০১২; বেলা- ১১.০০ ঘটিকা
সভার স্থানঃ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, টুংগীপাড়া
উপস্থিত সদস্যদের তালিকাঃ পরিশিষ্ট ‘ক’
জনাব মোঃ সোলায়মান বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের জুন/২০১২ মাসের সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অতঃপর সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় পূর্ববর্তী মাসের কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। কার্যবিরণীর কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণকে সমন্বয় সভায় তাদের বক্তব্য উপস্থাপনের আহবান জানান।
১। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগঃউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, টুংগীপাড়া উপজেলায় ডিএসএফ প্রকল্প চালু রয়েছে। বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এ প্রকল্পের উদ্দেশ্য। সভায় জনাব আঃ ওহাব শেখ, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া সভায় জানান টুংগীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অজ্ঞান ডাক্তার কর্মরত আছেন কিন্তু তিনি প্রায়ই কর্মস্থলে উপস্থিত থাকেন না মর্মে জানা যায়।
সিদ্ধান্তঃ অজ্ঞান ডাক্তারকে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হয়।
২। উপজেলা প্রকৌশল বিভাগঃউপজেলা প্রকৌশলী সভায় জানান যে, এডিপি ২০১১-২০১২ অর্থ বছরে ০৪ (চার) কিস্তিতে মোট ৫৭,২০,০০০/= (সাতান্ন লক্ষ বিশ হাজার) টাকা বরাদ্দ পাওয়া যায়। যা টেন্ডারের মাধ্যমে ১২ টি প্যাকেজে ৪৪,৭০,৭৮২/- টাকা এবং প্রকল্প কমিটির মাধ্যমে ১২টি প্রকল্প বাস্তবায়নে ১১,৯৯,৪৫০/- টাকা ব্যয় করা হয় এবং ২০,৯৮৮/- টাকা অব্যয়িত রয়েছে।
তিনি আরো জানান, উপজেলা পরিষদ চত্ত্বরে জলাবদ্ধতা সৃষ্টির কারণে চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়। বিষয়টি নিরসনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর ইতোমধ্যেই একটি স্কীম গ্রহণ করেছে, স্কীমটি সভায় অনুমোদন করা হলে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর হতে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।
উপজেলা প্রকৌশলী সভায় আরো জানান, উপজেলা চত্ত্বরের গাছ নিলামের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছিল কিন্তু জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় হতে অদ্যাবধি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি। তিনি আরও জানান, বর্নি ইউনিয়নে ৮০৫ মিটার ওয়াপদার রাস্তা আছে, রাস্তার ইট হেফাজতের জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
উপজেলা প্রকৌশলী সভায় ডুমরিয়া ইউনিয়নের ক্ষুদ্র পানি ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দাখিল করেন এবং বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদের অনুমোদন প্রয়োজন।
সভায় উপজেলা প্রকৌশলী আরো জানান যে, উপজেলা কমপ্লেক্সের বর্তমান মুন্সেফ কোয়ার্টারের স্থলে শহীদ মিনার নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়েছে। এমতাবস্থায় মুন্সেফ কোয়ার্টারটি অপসারণ করা প্রয়োজন। মন্ত্রণালয়ে ইতোমধ্যে অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী ভবন নিলামে বিক্রয়ের অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হলো।
সিদ্ধান্তঃ ১। স্কীমটি সভায় অনুমোদন এবং অতিসত্ত্বর জলাবদ্ধতা নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হলো।
২। পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন সাপেক্ষে ক্ষুদ্র পানি ব্যবস্থাপনার প্রকল্পটি বাস্তবানের জন্য অনুরোধ করা হলো।
৩। মুন্সেফ কোয়ার্টার নিলামে বিক্রয়ের জন্য সভায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সাথে পূর্বে অনুমোদিত নিলাম কমিটিকে নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৩। সমাজ সেবা বিভাগঃ সভায় সমাজ সেবা অফিসার জানান যে, টুংগীপাড়া উপজেলায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরীপ কাজ চলছে এবং পৌরসভার জরীপ কাজ সাফল ভাবে সম্পন্ন হয়েছে কিন্তু ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তেমন কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না । এ বিষয়ে তিনি প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের সাবির্ক সহযোগিতা কামনা করেন।
সিদ্ধান্তঃ জরিপ কাজে প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানগণ সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় জরিপকাজ সম্পন্ন করবেন।
৪। মহিলা বিষয়ক বিভাগঃসভায় মহিলা বিষয়ক কর্মকর্তা জানান যে, আগামী ২৯/০৬/২০১২ইং তারিখ জেলায় কিশোর-কিশোরীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে টুংগীপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব থেকে ১০ জন করে মোট ৫০ জনকে উপস্থিত থাকতে হবে। সে লক্ষ্যে সভায় প্রতি ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং তিনি আরও জানান যে, সম্প্রতি জি,টি, সরকারী উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের মধ্যে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়।
সিদ্ধান্তঃ সম্মেলনে কিশোর-কিশোরীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য ইউ,পি চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়।
৫। সমবায় বিভাগঃসভায় সমবায় অফিসার জানান যে, টুংগীপাড়া উপজেলায় চলমান সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) কার্যক্রমের আওতায় ইতিমধ্যে ৬৯টি গ্রামে ৬০টি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি গঠন করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৮টি সমিতি নিবন্ধন সম্পাদিত করেছে বাকী ১২টির নিবন্ধন প্রক্রিয়াধীন। এ পর্যমত্ম ৬০জন গ্রামকর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যাহাদের মাসিক ১২০০/- টাকা সম্মানী প্রদান করা হচ্ছে। চলতি মাসে এ প্রকল্পের মাধ্যমে ৬০ জন পুরুষ ও মহিলাদেরকে সেলাই দর্জি, ইলেক্ট্রিশিয়ান ও পাইপ ফিটিংসহ অন্যান্য বিভিন্ন ট্রেডে বার্ড কুমিল্লাতে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ও সনদপত্র প্রদান করা হয়েছে। আয় বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে চলমান প্রকল্পের অগ্রগতি ৫০% ভাগ সম্পন্ন হয়েছে। ২০১১-২০১২ অর্থ বছরে মোট বরাদ্দ ২৪,৬৭,০০০/- টাকা মাত্র। যাহার মধ্যে মোট ব্যয় ২০,৩০,০০০/-, সমিতির শেয়ার ও সঞ্চয় এর সমন্বয়ে গঠিত মূলধন প্রায় ২৫,০০,০০০/- টাকা মাত্র, যা সমিতির সদস্যদের মাঝে ঋণ হিসেবে ২০,৩০,০০০/- টাকা দাদন করা হয়েছে।
সিদ্ধান্তঃ কার্যক্রম আরও গতিশিল ও সুষ্ঠুভাবে পালনের জন্য অনুরোধ করা হয়।
৬। আনসার ও ভিডিপি বিভাগঃসভায় আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান যে, দেশের ৭৫ ভাগ উপজেলায় আনসার ভিডিপির ১০ শতক জায়গার মধ্যে আনসার ও ভিডিপি ব্যাংক রয়েছে মর্মে উপজেলা চত্ত্বরে ১০ শতক জায়গা অনুমোদন দেয়ার জন্য অনুরোধ জানান।
সিদ্ধান্তঃ উপজেলা চত্ত্বরে অতিরিক্ত কোন জায়গা না থাকায় অনুমোদন দেওয়া গেলনা।
৭। যুব উন্নয়ন বিভাগঃ সভায় যুব উন্নয়ন কর্মকর্তা জানান যে, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ১ম ব্যাচের কার্যক্রম আগামী অক্টোবর/২০১২ইং তারিখে শেষ হবে এবং মার্চ/২০১২ইং তারিখ পর্যন্ত তাদের বেতন ভাতা যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। বর্তমানে ৯৬.৯৪ লক্ষ টাকা অব্যয়িত আছে, যা দিয়ে ন্যাশনাল সার্ভিস কর্মীদের বেতন ভাতা পরিশোধ করা সম্ভব নয়। বরাদ্দ আসলে তাদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে, বিধায় উক্ত অব্যয়িত বরাদ্দপ্রাপ্ত টাকা ফেরৎ প্রদান করতে চাচ্ছি। সভায় তিনি আরও জানান যে, ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রত্যেক মাসে নির্ধারিত সময়ের মধ্যে মাসিক রিপোর্ট প্রেরণের কথা থাকলেও কয়েকটি অফিস বাদে অধিকাংশ অফিস সমূহ সঠিক ভাবে যথাসময়ে রিপোর্ট প্রদান করছেন না। এ বিষয়ে প্রত্যেক অফিস প্রধানের দৃষ্টি আকর্ষন করা হয়।
সিদ্ধান্তঃ ১। বরাদ্দপ্রাপ্ত অব্যয়িত অর্থ ফেরৎপ্রদান এবং নতুন বরাদ্দ চাওয়ার জন্য অনুরোধ করা হয়।
২। ন্যাশনাল সার্ভিস কর্মীদের মাসিক রিপোর্ট যথাযথ সময়ে পৌছানের জন্য সকল অফিস প্রধানদের অনুরোধ করা হয়।
৮। উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগঃউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান যে, ২০১১-১২ অর্থ বৎসরে ০৩টি ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়া যায়। যেগুলোর কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে। এছাড়া কাবিখা ১ম পর্যায়ে ১৫২.৪৯৬১ মেঃটন ও কাবিখা ২য় পর্যায়ে ১৩১.২৭৪৯ মেঃটন খাদ্য শস্য বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে পাটগাতী একটি প্রকল্পের কাজ অসম্পন্ন থাকায় ৭.৫০০ মেঃটন খাদ্য শস্য অনুত্তোলিত থাকে। বাকী প্রকল্পের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। টি,আর প্রকল্পের মাধ্যমে ১ম পর্যায়ে ৮৮.৪৬৭ মেঃটন খাদ্য শস্য ৫০টি প্রকল্পের মাধ্যমে এবং টি,আর ২য় পর্যায়ে ১৩২.৮২৬৯ মেঃটন খাদ্য শস্য ৬৭টি প্রকল্পের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। তিনি আরো জানান যে, বিশেষ কাবিখা ১ম ও ২য় পর্যায়ে মোট ১৬৮ মেঃটন খাদ্য শস্য ১৫টি প্রকল্প গ্রহণ করে কাজ সম্পন্ন করা হয় ও টি,আর বিশেষ ১ম ও ২য় পর্যায়ে ১৯২ মেঃটন খাদ্যশস্য মোট ১৩২টি প্রকল্প গ্রহণ করে কাজ সম্পন্ন করা হয়। এছাড়া তিনি দুর্যোগ ঝুকিহ্রাস কর্মসূচীর লোনের টাকা দ্রুত ব্যাংকে দেওয়ার জন্য ইউ,পি চেয়ারম্যানদের অনুরোধ জানান।
তিনি আরো জানান যে, প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে প্রত্যেক ওয়ার্ডে ১০ সদস্য বিশিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করার নির্দেশনা মন্ত্রণালয়ের রয়েছে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা ত্রান শাখায় জমা দিবেন। কমিটি স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন করবেন। তিনি আরও জানান যে, কমপ্রোহেনসিভ ডিজিষ্ট্রার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সিডিএমপি-২ এর আওতায় দুর্যোগের ঝুকি হ্রাস করে এমন প্রকল্পগুলি জাতীয় প্রকল্প পরিচালক, সিডিএমপি-২, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, ৯২-৯৩ মহাখালী বা/এ, ঢাকা-১২১২-এ প্রেরণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউ,পি চেয়ারম্যান তার ইউনিয়নের দুর্যোগ কবলিত প্রকল্পগুলির তালিকা দাখিল করবেন।
সিদ্ধান্তঃ ১। ইউ,পি চেয়ারম্যানগণকে তার ইউনিয়নের ২০১১-১২ অর্থ বৎসরে বাস্তবায়িত বিভিন্ন টি,আর (সাধারণ এবং বিশেষ) প্রকল্পের মাস্টাররোল সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত দাখিলের জন্য অনুরোধ করেন।
২। ইউ,পি চেয়ারম্যানদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করে সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল এবং ঝুকিহ্রাস কর্মসূচীর লোনের টাকা দ্রুত ব্যাংকে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
৯। পল্লী উন্নয়ন বিভাগঃউপজেলা পল্লী উন্নয়ন অফিসার শুরুতেই তার পরিচয় দিয়ে জানান যে, তার দপ্তরে ১০.০০ লক্ষ টাকা একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩৬টি সমিতিতে সঞ্চয় বাবদ জমা আছে এবং একটি বাড়ী একটি খামার প্রকল্পের কাজ সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে।
সিদ্ধান্তঃ কার্যক্রম আরও গতিশিল ও সুষ্ঠু ভাবে পালনের জন্য অনুরোধ করা হয়।
১০। বিএডিসি বিভাগঃসভায় সহকারী প্রকৌশলী, বিএডিসি জানান যে, আগামী সপ্তাহে ২০জন কৃষক সমবায়ীদের নিয়ে ৫দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়েজন করা হবে এবং আগামী অর্থ বছরে প্রকল্প গ্রহণের ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানদেরকে প্রকল্প প্রদানের জন্য অনুরোধ জানান।
সিদ্ধান্তঃ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের প্রকল্প প্রদানের জন্য অনুরোধ করা হয়।
১১। পরিবার পরিকল্পনা বিভাগঃউপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সভায় জানান যে, আগামী ১১ জুলাই পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালী, সভা, সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, উপজেলায় সক্ষম দম্পতি সংখ্যা ২০৬৬২, পদ্ধতি গ্রহণকারীর হার- ৮০%। পদ্ধতি ভিত্তিক বিতরণঃ খাবার বড়ি ১১৭৮৫ (চক্র), কনডম- ১৫৪০৫ (পিস), ইনজেকটেবল- ৭০১ (ভায়াল), আইইউডি- ১২ জন, ইমপস্নান্ট-৭জন, স্থায়ী পদ্ধতি- ২৩ জন। উপজেলায় স্থায়ী পদ্ধতি গ্রহণকারীর হার (অর্জন) = ৮০%।
সিদ্ধান্তঃ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের প্রকল্প প্রদানের জন্য অনুরোধ করা হয়।
১২। উপজেলা মৎস্য বিভাগঃসভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান যে, টুংগীপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের পেনকালচার প্রকল্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বর্তমানে প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান চলতি সপ্তাহে উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছাগল বিতরন করা হবে।
সিদ্ধান্তঃ পেনকালচার প্রকল্পের ক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সুষ্ঠুভাবে ছাগল বিতরণের জন্য অনুরোধ করা হয়।
১৩। উপজেলা প্রাণী সম্পদ বিভাগঃউপজেলা প্রাণী সম্পদ অফিসারের পক্ষে ভ্যাটেনারী সার্জন জানান যে, তাদের বেশ কিছু প্রকল্পের কাজ চলমান আছে। প্রকল্পের মধ্যে রয়েছে দরিদ্র জনগোষ্ঠির মাঝে হাঁস-মুরগী, গরম্ন-ছাগল, বিভিন্ন ধরণের ভ্যাকসিন বিতরণ ইত্যাদি। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক।
সিদ্ধান্তঃ কার্যক্রম আরও গতিশিল ও সুষ্ঠুভাবে পালনের জন্য অনুরোধ করা হয়।
১৪। উপজেলা শিক্ষা বিভাগঃউপজেলা শিক্ষা অফিসার (ভাঃপ্রাঃ) সভায় জানান যে, বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার পদটি শূণ্য রয়েছে। এবং ০৩ জন সহকারী শিক্ষা অফিসার এর স্থানে মাত্র ০১জন সহকারী শিক্ষা অফিসার রয়েছে। তাকে প্রতিষ্ঠানসহ দাপ্তরিক কার্যক্রম পালন করতে হয়। তিনি সভায় আরও জানান যে, ১২/০৬/২০১২ তারিখ থেকে ২০/০৬/২০১২ তারিখ পর্যমত্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তিনি সভায় আরও জানান যে, এ বছর সমাপনী পরীক্ষার অংশ হিসেবে বিদ্যালয়গুলোতে মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত পরীক্ষায় মোট ২৩৭০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গত বছরে পাশের হার ছিল ৯৭.৯৮ % বর্তমানে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে পাশের হার ১০০% করার প্রচেষ্টা চলছে। তিনি সভায় সকল দাপ্তরিক প্রধানদের দৃষ্টি আকর্ষন করে বলেন, চলতি পথে প্রাথমিক বিদ্যালয়গুলোকে পরিদর্শন করতে।
সিদ্ধান্তঃ দাপ্তরিক প্রধানদের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করতে অনুরোধ করা হয় এবং শিক্ষার মান উন্নয়নে পাশের হার ১০০% করার জন্য নিরলসভাবে চেষ্টা করতে অনুরোধ করেন।
১৫। বিবিধঃউপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ওয়েব পোর্টাল নির্মাণ কাজের লক্ষ্যে ০৪ দিন ব্যাপী সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ শেষ হয়েছে এবং ওয়েব পোর্টালের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কাজ চলছে।
সিদ্ধান্তঃ দ্রুততার সাথে নির্ভুলভাবে ওয়েব পোর্টালের তথ্য আপলোড করার ক্ষেত্রে সকলকে সহযোগিতা করতে অনুরোধ করেন।
অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
(মোঃ সোলায়মান বিশ্বাস)
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
টুংগীপাড়া, গোপালগঞ্জ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
টুংগীপাড়া, গোপালগঞ্জ
স্মারক নং-০৫.৩০.৩৫৯১.০০৬.০০.০০১.১২- তারিখঃ ২৮/০৬/২০১২
অনুলিপিঃ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হ’লঃ
০১। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৩। কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা।
০৪। জেলা প্রশাসক, গোপালগঞ্জ।
০৫। মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি, গোপালগঞ্জ-৩।
০৬। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া।
০৭। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া।
০৮। উপজেলা .............................................কর্মকর্তা, টুংগীপাড়া।
০৯। মেয়র/চেয়ারম্যান ........................ পৌরসভা/ইউপি (সকল), টুংগীপাড়া।
১০। ভারপ্রাপ্ত কর্মকর্তা, টুংগীপাড়া থানা, গোপালগঞ্জ।
১১। জনাব ....................................................................................
(মোহাঃ রুহুল আমিন)
উপজেলা নির্বাহী অফিসার
ফোন নং-(০২) ৬৬৫৬২০২
E-mail: unotungipara@mopa.gov.bd
উপস্থিত সদস্যদের তালিকাঃ পরিশিষ্ট ’ক’ (স্বাক্ষরের ক্রমানুসারে)
০১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া।
০২। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া ।
০৩। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, টুংগীপাড়া ।
০৪। উপজেলা নির্বাহী অফিসার, টুংগীপাড়া।
০৫। চেয়ারম্যান, গোপালপুর ইউ,পি।
০৬। চেয়ারম্যান, ডুমরিয়া ইউ,পি।
০৭। প্রতিনিধি, পাটগাতী ইউ,পি।
০৮। উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা, টুংগীপাড়া ।
০৯। সহকারী প্রকৌশলী, বিএডিসি, টুংগীপাড়া।
১০। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, টুংগীপাড়া।
১১। সহকারী প্রকৌশলী, (জনস্বাস্থ্য), টুংগীপাড়া।
১২। ভ্যাটেনারী সার্জন, প্রাণি সম্পদ অফিস, টুংগীপাড়া।
১৩। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, টুংগীপাড়া।
১৪। কনসালটেন্ট ফিজিওথেরাপী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টুংগীপাড়া।
১৫। উপজেলা সমাজসেবা অফিসার, টুংগীপাড়া।
১৬। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, টুংগীপাড়া।
১৭। উপজেলা সমবায় অফিসার, টুংগীপাড়া।
১৮। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, টুংগীপাড়া।
১৯। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টুংগীপাড়া।
২০। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, টুংগীপাড়া।
২১। উপজেলা শিক্ষা অফিসার, টুংগীপাড়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS