দ্রুততার সাথে মানসম্পন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ ১৯ অনুসারে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা, মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করা, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জণের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধা দান নিশ্চিত করার সুষ্পষ্ট নির্দশনার প্রেক্ষিতে বর্তমান সরকার প্রণয়ন করেছেন ICT নীতিমালা-২০০৯ ৷ ICT নীতিমালা-২০০৯ এর উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্প্রসারণ এবং বহুমুখী ব্যবহারের মাধ্যমে একটা স্বচ্ছ, দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা, মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করা, সামাজিক ন্যায়পরায়ণতা বৃদ্ধি করা, সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্বে সুলভে জনসেবা প্রদান নিশ্চিত করা এবং ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ত্রিশ বৎসরের মধ্যে উন্নত দেশের সারিতে উন্নীতকরণের জাতীয় লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করা। উল্লেখিত সাংবিধানিক বাধ্যবাধকতা এবং ICT নীতিমালা ২০০৯ এর উদ্দেশ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, টুংগীপাড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷ কাজটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম উপজেলা প্রশাসনকে প্রত্যক্ষভাবে সহযোগিতা প্রদান করছে ৷ উক্ত প্রোগ্রামের আওতায় উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি)। এছাড়াও উপজেলা পরিষদে স্থাপন করা হয়েছে উপজেলা কমিউনিটি ই-সেন্টার । ইউআইএসসি এবং উপজেলা কমিউনিটি ই-সেন্টার নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে উন্মুক্ত করেছে বহুমুখী দ্বার। এক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম এর আওতায় টুংগীপাড়া উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব পোর্টাল। উপজেলা এবং ইউনিয়ন ওয়েব পোর্টাল-এর সফল সমাপ্তি টুংগীপাড়ার আপামর জনগণের সামনে খুলে দেবে সেবা ও তথ্য গ্রহণের আরও একটি প্রত্যাশিত এবং শক্তিশালী মাধ্যম। সকলের আন্তরিক প্রচেষ্ঠায় খন্ডিত সাফল্য অর্জিত হলেও কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে প্রয়োজন সমন্বিত জাতীয় প্রচেষ্টা এবং অচিরেই তা প্রতিষ্ঠিত হবে, এ প্রত্যাশা আমাদের সকলের।
(মোহাম্মদ মমিনুর রহমান)
উপজেলা নির্বাহী অফিসার
টুংগীপাড়া, গোপালগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS