টুঙ্গিপাড়া উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতির উপর ব্যপক প্রভাব ফেলেছে। উপজেলার দক্ষিন-পুর্বাঞ্চল জুড়ে রয়েছে বাগেরহাট, নাজিরপুর, পিরোজপুর ও বরিশাল অঞ্চলের মানুষের জীবন যাত্রা। যা এ উপজেলার মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে। এ অঞ্চলের মানুষের ভাষার মধ্যে ফরিদপুর ও ঢাকা অঞ্চলের ভাষা কিছুটা লক্ষ করা যায়, তাছাড়া আঞ্চলিক ভাষার প্রভাবতো রয়েছেই। ফলে উপজেলার ভাষা হিসেবে টুঙ্গিপাড়া উপজেলায় মিশ্র ভাষা চলমান বলা যেতে পারে। তবে এ উপজেলার অধিকাংশ জনগণই বইয়ের ভাষায় কথা বলে থাকে।
টুঙ্গিপাড়া উপজেলার অধিকাংশ লোকই সংস্কৃতি মনা। উপজেলায় প্রতি বৎসর বৈশাখী মেলা, কৃষি মেলা, বৃক্ষ মেলা, নবান্ন মেলা অনুষ্ঠিত হয়। তাছাড়া বিবাহ উৎসব, নবান্ন উৎসব, শীতকালীন পিঠা উৎসব, ঈদ উৎসব, বিভিন্ন পূজা উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উৎসব পালনের সময় লাঠিখেলা, পল্লীগীতি, লালনগীতি, মঞ্চ নাটক, যাত্রা পালা, ভক্তিমূলক গান ইত্যাদি স্থানীয় লোকজনসহ বিভিন্ন শিল্পগোষ্টির মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমি এ উপজেলার সংস্কৃতি চর্চায় যোগ করেছে ভিন্ন একটি মাত্রা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS