টুঙ্গিপাড়া উপজেলা
বাংলাদেশের যে কোন স্থান থেকে সড়ক পথে।
উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
নির্মানাধীন সময়কাল : ২০১৪-২০১৫ খ্রি:।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিগত ০৮/০১/২০১৬ খ্রি: তারিখে পার্কটির শুভ উদ্বোধন করেন। এটি অত্র উপজেলার শিশু-কিশোরসহ সব ধারনের বয়সের মানুষের জন্য উপভোগ্য ও স্বপরিবারে বিনোদন এবং সময় কাটানোর জন্য উল্লেখযোগ্য স্থান। ৫.০০ একর জমির উপর স্থাপিত হয়েছে পার্কটি। পার্কে সর্বমোট রাইড রয়েছে ১৪টি। মেরীগো রাউন্ড-১টি, ওয়ান্ডার হুইল-১টি, মাল্টি স্লাইড-১টি, প্যাডেল বোর্ট-৪টি, সী-স-১টি, স্প্রীং গাড়ী-১টি, দোলনা-২টি, ফ্লাইবার-২টি। ওয়ান্ডার হুইল ও মেরীগো রাউন্ড এর রাইড চার্জ-১০/-(দশ) টাকা (প্রতিটি)। পার্কের প্রবেশমূল্য ১০/- (দশ) টাকা মাত্র। সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS