Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শেখ রাসেল পৌর শিশুপার্ক
স্থান

টুঙ্গিপাড়া উপজেলা

কিভাবে যাওয়া যায়

বাংলাদেশের যে কোন স্থান থেকে সড়ক পথে।

যোগাযোগ

উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

বিস্তারিত

নির্মানাধীন সময়কাল : ২০১৪-২০১৫ খ্রি:।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিগত ০৮/০১/২০১৬ খ্রি: তারিখে পার্কটির শুভ উদ্বোধন করেন। এটি অত্র উপজেলার শিশু-কিশোরসহ সব ধারনের বয়সের মানুষের জন্য উপভোগ্য ও স্বপরিবারে বিনোদন এবং সময় কাটানোর জন্য উল্লেখযোগ্য স্থান। ৫.০০ একর জমির উপর স্থাপিত হয়েছে পার্কটি। পার্কে সর্বমোট রাইড রয়েছে ১৪টি। মেরীগো রাউন্ড-১টি, ওয়ান্ডার হুইল-১টি, মাল্টি স্লাইড-১টি, প্যাডেল বোর্ট-৪টি, সী-স-১টি, স্প্রীং গাড়ী-১টি, দোলনা-২টি, ফ্লাইবার-২টি। ওয়ান্ডার হুইল ও মেরীগো রাউন্ড এর রাইড চার্জ-১০/-(দশ) টাকা (প্রতিটি)। পার্কের প্রবেশমূল্য ১০/- (দশ) টাকা মাত্র। সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।