টুঙ্গিপাড়া উপাজেলার অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদের বৈচিত্রময়তা দেখা যায়। এখানে বিলাঞ্চলসহ খাল, নদী-নালা ও পুকুর গুলোতে রয়েছে বৈচিত্রময় শামুক ও ঝিনুক। পাশাপাশি রয়েছে প্রচুর পরিমান দেশী প্রজাতির মাছ যেমন- সরপুটি, তিতপুটি, কই, মাগুর, সিং, সোল, গজার, টাকি, ফলি, পাবদা, রয়না, দেশী বেলে, বোয়াল, বড় চিতল, আইড় মাছ ইত্যাদি। যা সংগ্রহ করে উপজেলার অনেক পরিবার তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করে আসছে। উপজেলায় প্রচুর পরিমানে বোরো ধান জন্মে। এ অঞ্চলের উল্লেখযোগ্য ধানের মধ্যে রয়েছে বোরো, আউশ, আমন,বি.আর-২৮, বি.আর-২৯, হীরা-২, পান্না, লালতীর, কালোজিরা, সোনার বাংলা, গৌরকাজল প্রভৃতি। এছাড়া উপজেলার বিলাঞ্চলে প্রচুর পরিমানে জাতীয় ফুল শাপলা পাওয়া যায়। পাশাপাশি রয়েছে উরি ও হোগলা। যা দিয়ে স্থানীয় ভাবে বাড়ীর বেড়ার কাজ করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস