Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

সহস্রাব্দের মহানায়ক বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম ও সামাধিস্থল-এ স্মৃতিধন্য টুঙ্গিপাড়া উপজেলা সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশের আবহমান রূপ-বৈচিত্রে সমৃদ্ধ দক্ষিণ প্রান্তে অবস্থিত ১২৭.২৫ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি ঐতিহ্যবাহী উপজেলা। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমেদ্বীন মুজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর (রহ.)-এর জন্ম ও সমাধীস্থলও এ টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত। টুঙ্গিপাড়া উপজেলা ঐতিহাসিক, রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমগ্র বিশ্বে সমাদৃত ও সর্বজনবিদিত একট পূণ্যভূমি। এ উপজেলার অভ্যন্তরে রয়েছে অসংখ্য নদ-নদী, খাল, বিল ও বাওড়। উপজেলার  যোগাযোগ ব্যবস্থার উপর এ সকল নদ-নদী ও খাল বিল, বাওড় প্রভাব বিস্তার করে আছে।  তথাপি উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। সামগ্রিক বিষয় বিবেচনা করে উপজেলার যোগাযোগ ব্যবস্থা নিম্নোক্ত ভাবে ভাগ করা যায়।

১। সড়ক পথ।

২। নৌ-পথ

৩। রেল পথ ( বাস্তবায়নের অপেক্ষায়)

৪। আকাশ পথ।

     

     মূলতঃ উপজেলার আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সড়ক পথই প্রধান তবে উপজেলার ইউনিয়ন পর্যায়ে অনেক কাঁচা মাটির রাস্তা রয়েছে। উপজেলার বিলাঞ্চল ও নিম্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো না যাতায়াতের জন্য এখনো নৌ-পথই ব্যবহার করতে হয়। উপজেলতে রয়েছে বিশাল হেলিপ্যাড ও বড় বড় বেশ কয়েকটি খোলা মাঠ যে গুলোতে অনায়াসে হেলিকাপ্পার অবতরণ ও উড্ডয়ন করতে পারে। তাছাড়া উপজেলাতে রেল লাইন স্থাপনের কাজের বিষয়ে একাধিক বার সার্ভে হয়েছে, বাস্তবায়নের অপেক্ষায় আছে।