বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি সুন্দর ছায়ানিবিড় চমৎকার পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে রয়েছে সীমানা প্রাচীর আর এই সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়। পাশে আছে শ্রী শ্রী রাই রসরাজ ঠাকুরের আশ্রম। উত্তরে রয়েছে বর্নি গ্রাম, দক্ষিনে গিমাডাঙ্গা-সেনেরচর গ্রাম। পশ্চিমে বর্নির বাওড় ও পূর্বে রয়েছে মাসলের মাঠ। উপজেলা ও জেলা সদরের সাথে আছে সুন্দর সড়ক যোগাযোগ ব্যবস্থা। ডাকযোগের ঠিকানা হল গ্রাম- বাশুড়িয়া, ডাকঘর- গিমডাঙ্গা, উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
বাশুড়িয়া গ্রামের মুরব্বীগণ গ্রামবাসীকে শিক্ষার আলোদান করার উদ্দেশ্যে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। বিশিষ্ট মুরব্বী কালিদাস বিশ্বাস বিদ্যালয়ের জন্য ২৬ শতাংশ জমি দান করেন। উক্ত জমিতে ১৯৪২ইং সনে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ১৯৭৩ইং সনে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমান বিদ্যালয়টিতে ৪জন শিক্ষক, ১ জন কর্মচারী ও ২২৩জন ছাত্র/ছাত্রী আছে।
ক্রমিক নং | নাম | ক্যাটাগরি | পদবী |
১ | মোঃ গোঞ্জের আলী শিকদার | ছাত্র অভিভাবক | সভাপতি |
২ | মোঃ বোরহান উদ্দিন খান | ছাত্র অভিভাবক | সহ-সভাপতি |
৩ | চায়না বেগম | ছাত্র অভিভাবক | সদস্য |
৪ | লাভলী বেগম | ছাত্র অভিভাবক | ,, |
৫ | অমিতা রানী বাইন | বিদ্যোৎশাহী (মহিলা) | ,, |
৬ | মোঃ শহীদ শেখ | বিদ্যোৎশাহী (পুরুষ) | ,, |
৭ | মিসেস ফাতিমা বেগম | মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষক | ,, |
৮ | জেসমিন নাহার | প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক | ,, |
৯ | মোঃ সিদ্দিক মোল্লা | ওয়ার্ড সদস্য | ,, |
১০ | মোঃ কেরামত খাঁ | দাতা | ,, |
১১ | শেখ জাহিদুল ইসলাম | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | অংশগ্রহণকারীর সংখ্যা | উত্তীর্ণ | অনুত্তীর্ণ |
২০০৯ | ২৭ | ২৭ | ২৪ | ০৩ |
২০১০ | ৩৭ | ৩৬ | ৩৫ | ০১ |
২০১২ | ৪১ | ৪০ | ৪০ | ০০ |
২০১৩ | ৪০ | ৪০ | ৪০ | ০০ |
২০১৩ ইং সালে অত্র বিদ্যালয় হতে মোট উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী সংখ্যা- ৯২ জন।
বিদ্যালয়টি লেখাপড়ার পরিবেশ খুব সুন্দর। বর্তমান পাশের হার ১০০% গত ২০১২ইং সনে ৩জন প্রাথমিক বৃত্তি লাভ করেছে। ২০১২ ইং সনে বিদ্যালয়টি ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা লাল করে। অত্র বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী সরমা মন্ডল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পল্লীগীতি ও লালনগীতি শিল্পীর মার্যাদা পেয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনেো মাঝে মাঝে সংগীত পরিবেশন করে।
অবকাঠামোগত উন্নয়ন সাপেক্ষে ৮ম শ্রেণীতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
গ্রাম- বাশুড়িয়া, ডাকঘর- গিমাডাঙ্গা
উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
১ম শ্রেণী | স্বর্ণা তালুকদার |
সানজিদা খানম | |
পউবালা | |
২য় শ্রেণী | মিম রহমান |
কবিতা খানম | |
জ্যোতি বালা | |
৩য় শ্রেণী | তামান্না খানম |
ইমরুল মোল্লা | |
সোহাগ শেখ | |
৪র্থ শ্রেণী | মোঃ রিফাত মোল্লা |
সরমা মন্ডল | |
লিয়া খানম | |
৫ম শ্রেণী | সঞ্চিতা চক্রবর্তী |
মোঃ ইয়াসিন বিশ্বাস | |
অথৈই খানম (সম্পা) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস