বিদ্যালয়টি বর্নির বাওড়ের পাশে ছায়াঘেরা একটি মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা- ১৮৪জন। শিক্ষক সংখ্যা- ০৪জন। বিদ্যালয়টিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। বিদ্যালয়টি ৪ কক্ষ বিশিষ্ট আধাপাঁকা একটি ঘর আছে। যার ৩টি রুমে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়টি অতি সত্ত্বর মেরামত করা প্রয়োজন।
চরকুশলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরকুশলী মাদ্রাসা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি ২টি বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপন করতে খুব সমস্যার সৃষ্টি হয়। নিজ এলাকার শিক্ষার উন্নয়নের সৃষ্টি হয়। নিজ এলাকার শিক্ষার উন্নয়নের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম, অর্থ ও জমি দান করতে একটুও কুণ্ঠাবোধ করেননি। সেই মহানুভব ব্যক্তিটি হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কুশলী ইউনিয়নের আওয়ামী লীগ এর সভাপতি জনাব শেখ এবাদুল হক (রাঙা মিয়া) তিনি ৪০ বছর ইউ,পি সদস্য ছিলেন এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ মুকুল মিয়া শেখ | সভাপতি |
২ | মোঃ জাকির হোসেন | সহ-সভাপতি |
৩ | মোঃ শাহাদাৎ শেখ | সদস্য |
৪ | মোঃ সেকেন্দার শেখ | ,, |
৫ | নাফিজা বেগম | ,, |
৬ | নাজমা বেগম | ,, |
৭ | আছিয়া বেগম | ,, |
৮ | আবুল বশার শেখ | ,, |
৯ | মহিমোহন বিশ্বাস | ,, |
১০ | পারভীন আজাদ | ,, |
১১ | রমা রানী শিকদার | সদস্য সচিব |
২০০৯ সাল পাশের হার ১০০%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ৯৬%
বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৪জন ছাত্র ও ৩৯জন ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়টি একেবারেই প্রত্যন্ত এলাকায়। এটি একটি বি-গ্রেডের বিদ্যালয় শিক্ষার গুণগতমান মোটামুটি। শিক্ষকদের আন্তরিকতা ও অভিবাবকদের সচেতনা ভাল।
বিদ্যালয়টিকে এ গ্রেডে উন্নীত করা এবং ৬ষ্ঠ শ্রেণী খোলা। বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিগণিত করা।
কুশলী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
প্রথম শ্রেণী
২য় শ্রেণী
৩য় শ্রেণী
৪র্থ শ্রেণী
৫ম শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস