বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলাধীন ডুমরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে অবস্থিত। মধুমতি নদীর পূর্ব তীরে পাটগাতী বাঁশবাড়িয়া পাকা সড়কের কোল ঘেসে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। দুইটি পাকা ভবন বিদ্যালয়ের সার্বিক সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।
সড়াবাড়ী লেবুতলা গ্রামের জনগণ তাদের অনুন্নত এলাকায় শিক্ষার আলো জ্বালানোর মানসে সম্মিলিত প্রচেষ্টায় এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ধান সংগ্রহ ও অর্থ সংগ্রহের মাধ্যমে তৎকালীন শিক্ষকদের বেতন পরিশোধ করা হতো। পরবর্তীতে সরকারী সাহায্যে বিদ্যালয়টি পরিচালিত হতে থাকে। বতর্মানে এটি একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।
ক্রমিক | নাম | পদবী |
01 | রঞ্জন কুমার মন্ডল | সভাপতি |
02 | রাম প্রসাদ গাইন | অভিভাবক সদস্য |
03 | মনিকা বিশ্বাস | অভিভাবক সদস্য |
04 | নীলিমা বালা | অভিভাবক সদস্য |
05 | বিকাশ ঢালী | অভিভাবক সদস্য |
06 | বিনয় বিশ্বাস | দাতা সদস্য |
07 | বিজয় বাড়ৈ | ইউ.পি সদস্য |
08 | রঘুপতি মন্ডল | মাধ্যমিক বিদ্যঃ শিক্ষক |
09 | রেনুকা বিশ্বাস | বিদ্যুৎসাহী মহিলা সদস্য |
10 | বসন্তী হীরা | শিক্ষক প্রতিনিধি |
11 | সাধনা রানী ঘরামী | প্রধান শিক্ষক ও সচিব |
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাসের সংখ্যা | পাসের হার |
2009 | 11 | 11 | 100% |
2010 | 09 | 09 | 100% |
2011 | 16 | 16 | 100% |
2012 | 22 | 22 | 100% |
2013 | 22 |
|
|
শ্রেণি | বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা |
প্রথম শ্রেণি | 07 জন |
দ্বিতীয় শ্রেণি | 16 জন |
তৃতীয় শ্রেণি | 11 জন |
চতুর্থ শ্রেণি | 23 জন |
পঞ্চম শ্রেণি | 07 জন |
বিদ্যালয়ের পাসের হার বিগত 4 বছরে শতভাগ।
বিদ্যালয়ের পাসের হার শতভাগ ধরে রাখা এবং প্রতি বছর বৃত্তি প্রাপ্তির জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া।
37 নং সড়াবাড়ী লেবুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ ডুমরিয়া বাজার
উপজেলাঃ টুংগীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ
মোবাইলঃ 01728-535521
Email: shorabariltgps@gmail.com
প্রথম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস