গ্রাম-নবুখালী, ডাকঘর- পাটগাতী, উপজেলা- টুংগীপাড়া, জেলা- গোপালগঞ্জ।
বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে স্থানীয় জমিদার বাড়িতে পাঠশালা ছিল। শিশুরা সেই পাঠশালায় পড়ালেখা করত। শিক্ষার গুরুত্ব উপলব্ধী করে স্থানীয় শিক্ষানুরাগীরা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলে জমিদার চন্দ্রকুমার জায়গা দান করেন এবং স্থানীয় জনগনের সাহায্য সহযোগিতায় ১৯৪২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | ক্যাটগরি |
১ | চিত্ত রঞ্জন মন্ডল | সভপতি |
২ | মোঃ রমজান শরীফ | সহসভাপতি |
৩ | অরবিন্দ চৌধুরী | সদস্য |
৪ | ধনঞ্জয় চৌধুরী | সদস্য |
৫ | আরতি বাইন | সদস্য |
৬ | বিভাষ সরকার | সদস্য |
৭ | মাইকেল রায় | সদস্য |
৮ | নিরুপমা হীরা | সদস্য |
৯ | সাগরিকা বিশ্বাস | সদস্য |
১০ | ঝর্না রানী মৃধা | সদস্য |
১১ | মোঃ জুলফিকার আলী মোল্লা | সদস্য সচিব |
সাল | অংশগ্রহণকারী | ফলাফল/পাশ | বৃত্তিপ্রাপ্তি |
২০০৯ | ২৪ | ২৩ | ১ |
২০১০ | ২৭ | ২৭ | ১ |
২০১১ | ৩৭ | ৩৭ | ২ |
২০১২ | ৩৬ | ৩৬ | * |
২০১৩ | ৩০ | ৩০ | * |
বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর ৫০% ছাত্র-ছাত্রী উপবৃত্তি পায়।
ছাত্র-৩১, ছাত্রী- ৫২ জন। মোট= ৮৩ জন।
বিগত বছর গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের হার সহ বৃত্তি অর্জন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহন সহ পুরস্কার লাভ।
শিক্ষা, ক্রিড়া, সাংস্কৃতি, চরিত্র গঠন সহ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
গ্রাম-নবুখালী, ডাকঘর- পাটগাতী, উপজেলা- টুংগীপাড়া, জেলা- গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ ১। বিজয় সরকার
২।প্রিয়াংকা মন্ডল
৩। সজিব বিশ্বাস
২য় শ্রেণীঃ ১। শ্রাবন্তি চৌধুরী
২। শর্মিষ্ঠা দত্ত
৩। জ্যোতি মন্ডল
৩য় শ্রেণীঃ ১। তিষা চৌধুরী
২। সীমা হালদার
৩। দীপা হীরা
৪র্থ শ্রেণীঃ ১। সিতু মন্ডল
২। মীম ইসলাম
৩। উর্মি রায়
৫ম শ্রেণীঃ ১। সাথী রায়
২। সিথী রায়
৩। মমতা বিশ্বাস
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস