বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চরগোপালপুর গ্রামে ৩৩ শতাংশ জমির উপর এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছে।
চরগোপালপুর গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অত্র গ্রামে একটি প্রাথমিক বিদ্রালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। তাদের মধ্য থেকে জনাব সোনামউদ্দিন শিকদার ও তাহাজ্জেদ হোসেন শিকদার ৩৩ শতাংশ জমি দান করেন। উক্ত জমির উপরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি ১১ সদস্য বিশিষ্ট। উক্ত কমিটিতে মহিলা সদস্য- ৪ জন। সভাপতি- মোঃ আৰ রহমান শিকদার, সদস্য সচীব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা পারভীন।
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | বৃত্তি প্রাপ্তির সংখ্যা | পাশের হার | |
টেলেন্টপুল | সাধারণ | |||||
২০০৯ | ৪৭ | ৪১ | ৩৬ | ০ | ০ | ৮২% |
২০১০ | ৩২ | ২৫ | ২০ | ০ | ০ | ৮০% |
২০১১ | ২৯ | ২৫ | ২৫ | ০ | ০ | ১০০% |
২০১২ | ২২ | ২০ | ২০ | ০ | ০ | ১০০% |
২০১২ | ২৭ | - | - | - | - | - |
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।
২০০৫ ও ২০০৬ সালে বিদ্যালয়ে ০৩ জন ছাত্র-ছাত্রী বৃত্তি প্রাপ্ত হয়েছে।
বিদ্যালয়ের পাশের হার ১০০% ধরে রাখা, ঝড়েপড়া রোধ করা। বৃত্তি প্রাপ্তির হার বৃদ্ধিকরণ। সহ পাঠক্রমিক কার্যাবলীতে ছাত্র-ছাত্রীদের পারদর্শী করা, সবজি বাগান করা ও তার পরিচর্যা করা।
৩২ নং চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
চর গোপালপুর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
শ্রেণী ভিত্তিক মেধাবী ছাত্র-ছাত্রী নিম্নে প্রদত্ত হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস