বিদ্যালয়টি টঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে স্থাপিত। বিদ্যালয়ের পিছনে একটি পুকুর রয়েছে। এছাড়া বিদ্যালয়ের চারিপাশে অনেক খোলা জায়গা রয়েছে। বিদ্যালয়ের লেখাপড়ার মান ভাল।
অত্র এলকাটি একটি অজপাড়া গাঁ ছিল। বিদ্যালয় এলাকায় কয়েকজন বিদ্যা হিতৈষী ও সমাজ দরদী ব্যক্তি ছিলেন। যেমন- জনাব জাবেদ আলী শিকদার, জনাব আমজেদ আলী শিকদার, জনাব আঃ মালেক শিকদার, জনাব হাসমত আলী শিকদার ও আঃ ওহাব মুন্সীসহ আর কয়েকজন বিদ্যা দরদী ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | আঃ মালেক শিকদার | সভাপতি |
২ | ফিরোজ সরদার | সহ-সভাপতি |
৩ | রোমান শিকদার | সদস্য |
৪ | সালমা খন্দকার | ,, |
৫ | সালেহা বেগম | ,, |
৬ | মুক্তা মোল্লা | ,, |
৭ | এনায়েত শিকদার | ,, |
৮ | ধনেন্দ্র নাথ হাজরা | ,, |
৯ | শ্রী অনিল কৃষ্ণ বাবু | ,, |
১০ | মোঃ আকবর হোসেন নবীন | ,, |
১১ | আঃ রহিম বিশ্বাস | সদস্য সচিব |
২০০৯ সাল পাশের হার ৮৫%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ১০০%
২০১৩সাল পাশের হার -
বিদ্যালয়ে অধ্যয়নরত মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৮০জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়ে পাশের হার ১০০%।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় রুপে গড়ে তোলা।
৪৭নং সড়াইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
৪র্থ শ্রেণীঃ
৫ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস