৬৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন চাপরাইল গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৮৩ সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের উত্তর পূর্বপার্শ্বে সরকারি পুকুর। পূর্ব-দক্ষিণ পার্শ্বে পুকুর। পশ্চিম পার্শ্বে নীচু জমি।
বিদ্যালয়টি ১৯৮৩ সাল থেকে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ দিয়ে বিদ্যালয় চালিত হয়। বিদ্যালয় ১৯৯৫ সালে রেজিস্ট্রেশন হয়। পড়ের সরকার কিছুর অনুদান দেন । বর্তমান সরকার ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করেন। গ্রামের ৯৫% লোক কৃষক ও দরিদ্র। তাদের সমবেত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | গোপাল পাটারী | সভাপতি |
২ | বিকাশ মন্ডল | সহ-সভাপতি |
৩ | রত্মা বিশ্বাস | সদস্য |
৪ | লতিকা মন্ডল | ,, |
৫ | অঞ্জু পাটারী | ,, |
৬ | সুলেখা রানি | ,, |
৭ | শান্ত | ,, |
৮ | হরিদাস মন্ডল | ,, |
৯ | অমৃত মন্ডল | ,, |
১০ | বিজয় কুমার মন্ডল | ,, |
১১ | গৌরাঙ্গ হাজরা | সদস্য সচিব |
বিগত পাঁচ বৎসরের পরীক্ষার পাশের হার ১০০%
বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৪৯জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়।
এই বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর হতে অত্র গ্রামের নিরক্ষরতা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয় এলাকায় ১০০% ছাত্র/ছাত্রী ভর্তি হচ্ছে। ২০১৩ সালের
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা।
৬৪নং চাপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
বিদ্যালয়ের ভাল ফলাফল প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস