গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ১নং কুশলী ইউনিয়নের অন্তর্গত চরকুশলী গ্রামে চরকুশলী মাদ্রাসা সংলগ্ন মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপিত। বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ অত্যন্ত মনোরম।
প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয় এলাকাটি অজপাড়া গাঁ ছিল। বিদ্যালয় এলাকার কয়েকজন বিদ্যাহিতৈষী ও সমাজ দরদী ব্যক্তি ছিলেন। যেমন- জনাব মুন্সী আলতাফ হোসেন শেখ, জনাব মোক্তাদের হোসেন, জনাব আঃ হালিম শিকদার ও লাল মাহামুদ মোল্লাসহ আরও কয়েকজন বিদ্যা দরদী ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাব এস কে জামিল আহমদ | সভাপতি |
২ | ডাঃ মোঃ শাহজাহান শিকদার | সহ-সভাপতি |
৩ | মোঃ দাউদ আলী মোল্লা | সদস্য |
৪ | মোঃ শিরীন আক্তার | ,, |
৫ | মোঃ আববকর মোল্লা | ,, |
৬ | জোৎস্না বেগম | ,, |
৭ | মোসাঃ সালমা বেগম | ,, |
৮ | মোঃ আবুল বাশার শেখ | ,, |
৯ | মমতাময়ী ঘরামী | ,, |
১০ | মোঃ আনিচুর রহমান | ,, |
১১ | মোঃ আলী হোসেন | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | |
২০০৯ | ২২ | ২২ | ২২ | ১০০% |
|
২০১০ | ৩৪ | ৩২ | ৩০ | ৯৪% |
|
২০১১ | ৪৯ | ৪৩ | ৪৩ | ১০০% |
|
২০১২ | ৪৮ | ৪৩ | ৩৩ | ৭৬% |
|
২০১৩ | ৩২ | ৩১ | - |
|
|
বিদ্যালয়ে মোট ২৫৬জন শিক্ষার্থীর মধ্যে ১২০জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়ে ২০০৯ইং ও ২০১১ইং সালে পাশের হার ১০০% । এছাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, গ্রীস্মকালীল ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা পুরস্কার জিতেছে।
বিদ্যালয়ের পাশের হার ১০০% নিশ্চিত করা।
১৮নং চরকুশলী মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মেধাবী ছাত্র-ছাত্রী বৃন্দের তালিকা নিম্নে প্রদত্ত হলোঃ
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস