বিদ্যালয়টি একটি নির্জন গ্রাম মধুখালীতে অবস্থিত। বিদ্যালয়টি চারজন শিক্ষক দ্বারা পরিচালিত। দুটি ভবন আছে (i) একটি পাকা (ii) অন্যটি টিনশেড এবং ছাত্র সংখ্যা ২৫২ জন। এ বিদ্যালয়ে একটি নলকুপ রয়েছে। বিদ্যালয়ে খেলাধুলার মাঠ রয়েছে। একটি শক্তিশালী এস,এম,সি রয়েছে। বিদ্যালয়টিতে স্কুল ফিডিং কার্য চালু রয়েছে।
৪০নং মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার অন্তর্গত ৫নং ডুমরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এ মধুখালী গ্রামের মধুমতি নদীর শাখা নদীর তীরে অবস্থান। বিদ্যালয়টি ছায়া ঘেরা গাছপালায় পরিবেষ্টিত। এই গ্রামে ২০১টি পরিবার এবং ১২৬৩ জন জনসংখ্যা রয়েছে। পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সর্বোপরি বিদ্যালয়টি সুন্দর ও সৃজন শীলতায় ভরপুর।
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী |
১ | মোঃ নিজাম শেখ | সভাপতি |
২ | মোঃ শরিফুল ইসলাম | সহসভাপতি |
৩ | মোঃ হাফিজুর রহমান | ভূমি দাতা |
৪ | বিষ্ণু বিশ্বাস | শি,প্র,মাধ্যমিক বিঃ |
৫ | আবুল খায়ের বাবুল | সদস্য বিদ্যুৎশাহী |
৬ | শাহানারা বেগম | সদস্য বিদ্যুৎশাহী মহিলা |
৭ | শিউলি বেগম | সদস্য |
৮ | কুলছুম বেগম | সদস্য |
৯ | আতিয়ার রহমান | ইউ,পি সদস্য |
১০ | আরবিয়া সুলতানা | বিঃ শিঃ প্রতিনিধি |
১১ | মোঃ জামাল হায়দার | সদস্য সচিব |
ক্রমিক নং | পরীক্ষার সন | ডিয়ার ভুক্ত ছাত্র/ছাত্রী | অংশ গ্রহন | পাশের হার |
১ | ২০০৮ | ২১ | ২০ | ৯৮% |
২ | ২০০৯ | ১৪ | ১৪ | ১০০% |
৩ | ২০১০ | ২০ | ১৬ | ১০০% |
৪ | ২০১১ | ১৯ | ১৭ | ১০০% |
৫ | ২০১২ | ২৬ | ২৪ | ১০০% |
ক্রমিক নং | শ্রেনি | বালক | বালিকা | মোট ছাত্র/ছাত্রী | যৌথ | একক | মোট উপবৃত্তিভোগী |
|
১ | ১ম | ৩৫ | ২২ | ৫৭ | ১ | ২২ | ২৩ | |
২ | ২য় | ২১ | ১২ | ৩৩ | X | ১৫ | ১৫ | |
৩ | ৩য় | ১৭ | ২০ | ৩৭ | X | ২৪ | ২৪ | |
৪ | ৪র্থ | ২২ | ২৬ | ৪৮ | X | ২১ | ২১ | |
৫ | ৫ম | ১৩ | ২৫ | ৩৮ | X | ১৯ | ১৯ | |
মোট | ১০৮ | ১০৫ | ২১৩ | ১ | ১০১ | ১০২ |
(i) বিদ্যালয়ের পরিবেশ শৃঙ্খলা বদ্ধ।
(ii) বিদ্যালয়ের ভর্তির হার ১০০%
(iii) ইউনিফর্ম ১০০%
(iv) উপস্থিতি ৯৮%
৪০নং মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় টি যাহাতে মডেল বিদ্যালয়ে পরিনত করতে পারি তাহার সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাওয়া।
৪০নং মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ ঝনঝনিয়া, উপজেলাঃ টুংগীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ।
(i) মোঃ নাইম শেখ (৫ম)
(ii) ছালাম শেখ (৪র্থ)
(iii) সাজ্জাদ শেখ (৫ম)
(iv) রিয়াদ শেখ (৩য়)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস