বালাডাংগা এস, এম,মুসা মাধ্যমিক বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী টুংগীপাড়া উপজেলার অর্ন্তগত পাটগাতী ইউনিয়নের বালাডাংগা গ্রামে অবস্থিত। একটি এক তলা ভবন, একটি টিনশেড ঘর ও একটি জরাজীর্ন টিনশেড ঘর। সামনে একটি নিচু খেলার মাঠ আছে।
অত্র উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ বর্তমান প্রধানমন্ত্রীর খালু, তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী জনাব শেখ শহিদুল হক সাহেবের পিতা মরহুম শেখ মোহাম্মদ মুসা সাহেবের পৃষ্ঠপোষ কতায় ও স্থানীয় গন্যমান্য শিক্ষাবিদ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জন সাধারনের সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি বাঘিয়ার নদীর তীরে নিবৃত্ত পল্লী বালাডাংগা গ্রামে ১৯৭৩ সালে স্থাপিত হয়। এখানে এলাকার দরিদ্র কৃষক মৎস জীবী ও শ্রমিক পরিবারের সন্তানেরা পড়াশুনা করে। কিন্তু দুঃখের বিষয় এখানে শিক্ষার্থীদের পাঠ দানের মত পর্যাপ্ত কক্ষ না থাকায় পাঠদানে বিঘ্ন হচ্ছে। তাই অতি শীঘ্রই আমাদের একটি ৬কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন নির্মান করা অবশ্যক। |
অত্র বিদ্যালয়ে গরীব কৃষক ও মৎসজীবিদের ছেলে মেয়ে লেখাপড়া করে। তারপর অবকাঠামো গত উন্নতি না থাকায় মেধা সম্পন্ন ছাত্র/ ছাত্রী ভর্তি হয়না। তা সত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় জে,এস, সি, ও এস,এসসি পরীক্ষায় ভাল ফল অর্জিত হয়।
অত্র বিদ্যালয়ে ভবিষতে দ্বাদশ শ্রেণী চালু করতে হলে ভবন নির্সাণ আবশ্যক। আমরা বার্ষিক পাঠ করিকল্পনা বার্ষিক বাজেট ত্রৈমাসিক পরীক্ষা গহ্রণ করে শিক্ষার্থীদের পাঠোন্নয়নের ব্যবস্থা করি।
বালাডাঙ্গা এস,এম, মুসা মাধ্যমিক বিদ্যালয়
বালাডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল নংঃ০১৭১৮৫৫৩৬৪৬
Email: baladanga smmusahighschool@ yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস