ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের এক মনরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। এর মূল ভবনটি দক্ষিণমুখি একটি একতলা ভবন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহধর্মীনি বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়। গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মৃত. মইনুদ্দীন মোল্লার ছেলে শেখ শহিদুল ইসলাম মোল্লার প্রচেষ্টা ও উদ্যোগে ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | গাজী মাসুদুল হক | সভাপতি |
২ | মোঃ আতিক শেখ | সহ-সভাপতি |
৩ | আঃ সামাদ মোল্লা | দাতা |
৪ | মিনিয়ারা বেগম | বিদ্যুৎসাহী মহিলা |
৫ | মোঃ হেমায়েত খাঁ | ওয়ার্ড সদস্য |
৬ | আঃ কুদ্দুস মোল্লা | মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি |
৭ | শাহিনা খানম | শিক্ষক প্রতিনিধি |
৮ | মোঃ ভাষান গাজী | অবিভাবক (পুরুষ) |
৯ | মমতাজ বেগম | মহিলা অভিভাবক |
১০ | রিনা বেগম | মহিলা অভিভাবক |
১১ | ওয়াহিদুজ্জামান গাজী | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা |
২০০৯ | ৮ জন | ৮ জন | ৮ জন |
২০১০ | ২৩ জন | ২৩ জন | ২৩ জন |
২০১১ | ২৩ জন | ২১ জন | ২১ জন |
২০১২ | ২০ জন | ১৮ জন | ১৮ জন |
সুবিধা ভোগী ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিকঃ
শ্রেণী | বালক | বালিকা | মোট |
প্রথম | ১৪ | ০৯ | ২৩ |
দ্বিতীয় | ১২ | ১৬ | ২৮ |
তৃতীয় | ০৯ | ১৬ | ২৫ |
চতুর্থ | ০৯ | ০৯ | ১৮ |
পঞ্চম | ০৯ | ০৬ | ১৫ |
সর্বমোট | ৫৩ | ৫৬ | ১০৯ |
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছাত্র/ছাত্রী ঝড়েপড়া বর্তমানে নেই বললেই চলে। বিদ্যালয়ের পাশেরহার সাফল্য জনক ভাবে ধরে রেখেছে। এছাড়া প্রতি বৎসর ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে, বিদ্যালয়ের পক্ষে অনেক পুরস্কার জিতেছে।
বিদ্যালয়টি উত্তোরোত্তর উন্নতি সাধিত করে, উপজেলার মধ্যে অন্যতম একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষে ম্যানেজিং কমিটিসহ শিক্ষকবৃন্দ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
গ্রাম- গিমাডাঙ্গা (মধ্যপাড়া), ডাকঘর- গিমাডাঙ্গা
উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
১। মোঃ এয়ার আলী মুন্সী
২। মোঃ শরিফুল ইসলাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস