বিদ্যালয়টি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে অবস্থিত। এর দু পাশে সবুজ মাঠ। সামনে দিয়ে একটি পাকা রাস্তা সরাসরি মূল সড়কের সাথে মিলেগেছে। বিদ্যালয়ে দুইটি ভবন একটি একতলা বিশিষ্ট পাকা ভবন এবং অন্যটি আধা পাকা ভবন। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য দুইটি পাকা টয়লেট আছে। বিদ্যালয়ের সামনে একটি সুন্দর ছোট সমতল মাঠ আছে। চারিদিকে গাছপালা থাকায় বিদ্যালয়ের পরিবেশটি খুবই মনোরম।
১৯৭৩ সালে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশক্রমে তৎকালীন থানা শিক্ষা অফিসার মহোদয় স্থানীয় একটি মসজিদে গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন। সেই নির্দেশনা অনুসারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ গোলপাতা দিয়ে এবং বাঁশ ও কাঠ ব্যবহার করে স্কূল ঘরটি নির্মাণ করেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ কেরামত আলী বিশ্বাস | সভাপতি |
২ | মোঃ মিলন মোল্লা | সহ-সভাপতি |
৩ | বিজলী বেগম | সদস্য |
৪ | মোঃ মনিরুজ্জামান বিশ্বাস | ,, |
৫ | বর্না বেগম | ,, |
৬ | মালেকা বেগম | ,, |
৭ | সবিতা সরকার | ,, |
৮ | মোঃ নিজামুল হক মোল্লা | ,, |
৯ | মোঃ জামাল মোল্লা | ,, |
১০ | মোল্লা এনামুল হক | ,, |
১১ | আফরোজা নাজনীন | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | |
২০০৮ | ২২ | ২২ | ২২ | ১০০% |
|
২০০৯ | ১৫ | ১৩ | ১০ | ৮৭% |
|
২০১০ | ১৭ | ১৫ | ১৫ | ১০০% |
|
২০১১ | ২০ | ১৭ | ১৭ | ১০০% |
|
২০১২ | ২৮ | ২৫ | ২৫ | ১০০% |
|
২০১০ সালে মোট একক ১০৩ পরিবার এবং যৌথ ৩ পরিবার মোট ১০৬ পরিবারের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
২০১১ সালে মোট একক ১০৭ পরিবার এবং যৌথ ৩ পরিবার মোট ১১০ পরিবারের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
২০১২ সালে মোট একক ১২১ পরিবার এবং যৌথ ১ পরিবার মোট ১২২ পরিবারের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
২০১৩ সালে মোট একক ৯৭ পরিবার এবং যৌথ ০ পরিবার মোট ৯৭ পরিবারের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
২০০৭ সালে ১জন সাধারণ বৃত্তি অর্জন করে, ২০০৮ সালে ১ জন সাধারণ বৃত্তি অর্জন করে।
আগামী বছর গুলো ৫ থেকে ১০ বছর বয়সে সকল শিশুর ভর্তির হার নিশ্চিত করব। এবং বিদ্যালয়ে শতভাগ পাশের হার নিশ্চিত করব।
গ্রাম+ডাকঘর- গিমাডাঙ্গা
উপজেলা- টুঙ্গিপাড়া
জেলা- গোপালগঞ্জ।
উপজেলা থেকে ছোট যে কোন গাড়ীতে বিদ্যালয়ে পৌছানো যায়।
প্রথম শ্রেণীঃ
১। মহিবুল্লাহ
২। ফাতেমা
দ্বিতীয় শ্রেণীঃ
১। পারভেজ সরদার
২। ফারজানা
তৃতীয় শ্রেণীঃ
১। সাদিয়া জান্নাতী
২। মরিয়ম
চতুর্থ শ্রেণীঃ
১। নাদির আলম
২। আছমা
পঞ্চম শ্রেণীঃ
১। সুরাইয়া মীম
২। মেহেরীন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস