বিদ্যালয়টি ১৯৯১ সালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় স্থাপিত হয়। জাতির জনক বঙ্গবন্ধুর চাচা বিশিষ্ট সমাজসেবক মরহুম খান সাহেব শেখ মোশাররফ হোসেনের নামে বিদ্যালয়টির নাম করণ করা হয়। বিদ্যালয়টি টুঙ্গিপাড়া গ্রামের একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ে প্রতি বছরই ৪-৫জন শিক্ষার্থী বৃত্তি লাল করে থাকে এবং পাশের হার ১০০%
প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। বিদ্যালয়টি ৪ জন শিক্ষক দ্বারা নিয়মিত ভাবে পরিচালিত হয়ে আসছে। এ বিদ্যালয়টি বর্তমান প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে প্রতিষ্ঠত হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় এটি।
বর্তমান পরিচালনা কমিটি ১১ সদস্য বিশিষ্ট
১। সভাপতি শেখ নাদির হোসেন (লিপু)
২। মহিলা সদস্য ৫ জন
৩। পুরুষ সদস্য ০৬ জন
প্রতি মাসে ১টি করে সভা অনুষ্ঠিত হয়।
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | বৃত্তি |
২০০৯ | ২৪ | ২৪ | ২৪ | ৪ জন (সাঃ) |
২০১০ | ২৫ | ২৫ | ২৫ | ৪ জন (সাঃ) |
২০১১ | ২৯ | ২৯ | ২৯ | ৪ জন (সাঃ) |
২০১২ | ১৭ | ১৬ | ১৬ | ৪ জন (সাঃ) |
২০১৩ | ২৩ | - | - | - |
প্রযোজ্য নহে
বিদ্যালয়টির ক্যাচম্যান্ট এলাকার ১০০% শিশু ভর্তি করা হয়। বিদ্যালয়ের উপস্থিতি হার ১০০%। ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত সকলের স্কুল ড্রেস ১০০% নিশ্চিত করা হয়েছে। বিদ্যালয়ের পাশের হার ১০০%। বিদ্যালয়টি পূর্নাঙ্গ এসএমসি কমিটি দ্বারা পরিচালিত হয়। মান সম্মত শিক্ষা দানে বিদ্যালয়টি উপজেলার একটি আদর্শ শিক্ষ প্রতিষ্ঠান।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা।
খান সাহেব শেখ মোশাররফ হোসেন সারকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
২য় শ্রেণীঃ
১। রাকেস বিশ্বাস
২। মুন্সি
৩। ইরিনা
৩য় শ্রেণীঃ
১। ফাইজা
২। রাইসা
৩। সোহাগ
৪র্থ শ্রেণীঃ
১। আঃ রোহান
২। আয়শা
৩। ফারহান
৫ম শ্রেণীঃ
১। মানিক মল্লিক
২। কোরবান
৩। তামজীদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস