বিদ্যালয়টিতে ২টি ভবন আছে। কক্ষের সংখ্যা ৭টি। মোট ছাত্রছাত্রী- ৩১৫জন। বিদ্যালয়ের পূর্বে মাদ্রাসা ও পশ্চিমে মধুমতি নদী প্রবাহিত এবং একটি পাকা শাখা সড়ক সংলগ্ন।
জমিদাতা মৃত. জনাব আঃ বারি জমাদ্দার ছিলেন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিদ্যালয়ের জমি একাই দন করেছেন এবং বিদ্যালয় সংলগ্ন একটি মসজিদ ও ১টি চলমান মাদ্রাসার জায়গাও দান করেছেন। এলাকায় তিনি একজন দানশীল ব্যক্তি হিসাবে পরিচিত।
বিদ্যালয়ে ১১ (এগার) সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি চলমান রয়েছে।
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | |
২০০৯ | ১৯ | ১৫ | ১৫ | ৮৭% |
|
২০১০ | ৩৬ | ৩৩ | ৩৩ | ১০০% |
|
২০১১ | ৪১ | ৩৯ | ৩৯ | ১০০% |
|
২০১২ | ৪৫ | ৪০ | ৩৮ | ৯৫% |
|
২০১৩ | ৫১ | - | - |
|
|
উপবৃত্তি প্রকল্প চালু আছে। মোট পরিবার ১২৫টি ও যৌথ ১টি ।
প্রতি বছর প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষা সম্পন্ন করে।
শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো উন্নিত করা।
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১। আরিফা খানম- ৫ম শ্রেণী
২। মিম মনি- ৫ম শ্রেণী
৩। কেয়া মনি- ৪র্থ শ্রেণী
৪। নিসাদ- ৫ম শ্রেণী
৫। শান্ত খাঁ- ৩য় শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস