বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলাধীন ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে। এবং পূর্ব পাশে বিশাল বিল ও পশ্চিম পাশে প্রবাহমান খাল। প্রকৃতির এক লীলা নিকেতন। এখানে রয়েছে একটি পাকা ভবন।
এলকার বিদ্যানুরাগী জনসাধারন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ডিজিটাল ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রথমদিকে এলাকার জনগনের অনুদানে বিদ্যালয়ের একটি ঘর তৈরি করা হয়। পরবর্তীতে সরকারের অনুদানে একটি পাকা ভবন নির্মিত হয়। এখানে শিশুদের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক।
ক্রমিক | নাম | পদবী |
01 | মোঃকবির হোসেন | সভাপতি |
02 | মোঃ জিহাদুল | সহ সভাপতি |
03 | মোঃ মতিয়ার রহমান | দাতা সদস্য |
04 | মোঃ ভুলু তালুকদার | অভিভাবক সদস্য |
05 | সাবিনা বেগম | অভিভাবক সদস্য |
06 | ফাতেমা বেগম | অভিভাবক সদস্য |
07 | খাদিজা বেগম | বিদ্যুৎশাহী সদস্য |
08 | মোনজের আলী | ইউ.পি সদস্য |
09 | মোঃ মশিউর রহমান | মাধ্যমিক বিঃশিক্ষক |
10 | কুলসুম আক্তার | শিক্ষক প্রতিনিধি |
11 | দীপক কুমার ঘরামী | সচিব ও প্রধান শিক্ষক |
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাসের সংখ্যা | পাসের হার |
2009 | 05 | 05 | 100% |
2010 | 10 | 10 | 100% |
2011 | 13 | 13 | 100% |
2012 | 21 | 21 | 100% |
2013 | 16 | - | - |
শ্রেণি | বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা |
প্রথম শ্রেণি | 14 জন |
দ্বিতীয় শ্রেণি | 18 জন |
তৃতীয় শ্রেণি | 20 জন |
চতুর্থ শ্রেণি | 08 জন |
পঞ্চম শ্রেণি | 06 জন |
মোট | 66 জন |
বিগত বছরগুলো সমাপনী পরীক্ষায় পাসের হার 100%
বাস্তব সম্মত শিক্ষার বাস্তবায়নের লক্ষ্যে বোর্ড নির্দেশিত কারিকুলামের সঠিক প্রয়োগ করে শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আধুনিক ও নিরক্ষর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি পরিচালিত করা হবে।
উত্তর পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ ঝনঝনিয়া
উপজেলাঃ টুংগীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ
মোবাইলঃ 01727-860971
Email: uttarpakurtiagps@yahoo.com
বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ-
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
৪র্থ শ্রেণীঃ
৫ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস