বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা ০৪ বর্গ কিঃমিঃ। বিদ্যালয়টিতে ২টি পাকা ভবন ১টি টিনসেড ঘর আছে। এগুলোতে ৭টি ম্রেণী কক্ষ, ১টি স্টোর রুম ১টি টিচার্স রুম বিদ্যমান। ২০১৩ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী সংখ্যা শিশু শেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত ৩৮২ জন। শিক্ষকদের পদ সংখ্যা ৮টি। কর্মরত শিক্ষক ৮ জন। দপ্তরী কাম প্রহরী ১জন। বিদ্যালয়টিতে ল্যাপটপসহ মাল্টিমিডিয়াসহ বিভিন্ন প্রকার সরঞ্জাম আছে।
বৃটিশ শাসন আমল। গুয়াধানা সিলনা গ্রামের শিক্ষানুরাগী ও সাধারণ গ্রামবাসী একত্র হয়ে দুই গ্রামের মাঝে একটি গোলপাতা দিয়ে স্কুল ঘোর তুলে স্কুল শুরু করে। কিছুদিন এভাবে অতিবাহিত হোয়ার পর বিদ্যালয়ের নামে জমি দলিল একান্ত হয়ে পড়ে। ১৯২৪ খ্রিঃ যে স্থানে বিদ্যালয়টি তোলা হয়েছিল। তার দাদা সিলনা গুয়াধানা এম স্কুলের নামের জমি দান করে দেন। প্রথমে বিদ্যালয়ের নাম ছিল সিলনা গুয়াধানা আদর্শ শিক্ষালয়, সিলনা গুয়াধান এম স্কুল। গুয়াধানা গ্রামের জমিদাতা ছিলেন স্বর্গীয় শরৎ চন্দ্র বিশ্বাস। বিদ্যালয়টি ১/০৭/১৯৭৩ খ্রিঃ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় করণ করেন। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক গুয়াধানা গ্রামের অরবিন্দু টাকাদার, প্রথম সেক্রেটারী, মানিক্য বিশ্বাস। বিদ্যালয়টির বর্তমান নাম- গুয়াধানা-সিলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | গৌর চন্দ্র বিশ্বাস | সভাপতি |
২ | নিমিতোষ বিশ্বাস | সহ-সভাপতি |
৩ | নরেশ বিশ্বাস | সদস্য |
৪ | তাপস মন্ডল | ,, |
৫ | মনিমোহন বিশ্বাস | ,, |
৬ | রিক্তা ভক্ত | ,, |
৭ | মনিকা রানী পোদ্দার | ,, |
৮ | দুলালী পাটারী | ,, |
৯ | হারিদাস বাড়ৈ | ,, |
১০ | বিভারানী মল্লিক | ,, |
১১ | দয়াল চন্দ্র হীরা | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | বৃত্তি প্রাপ্তির সংখ্যা | পাশের হার | |
টেলেন্টপুল | সাধারণ | |||||
২০০৯ | ৫৭ | ৫৩ | ৫২ | ১ | ১ | ৯৮% |
২০১০ | ৫২ | ৪৭ | ৪৬ | ৩ | ১ | ৯৮% |
২০১১ | ৬৫ | ৬২ | ৬২ | ৬ | - | ১০০% |
২০১২ | ৬৮ | ৬৬ | ৬৪ | - | - | ৯৭% |
২০১৩ | ৭৭ | - | - |
|
|
|
২০১৩ সালে মোট ৩৩৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬৬ জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এর মধ্যে একক কার্ড প্রদান করা হয়েছে ১৬৪টি এবঙ যৌথ কার্ড প্রদান করা হচ্ছে ২টি
ইউনিয়ন পর্যায়ে বংগমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১১ তে চ্যাম্পিয়ান। জেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জয়ী।
শিক্ষার গুণগত মান উন্নয়ন করাই আমাদের অন্যতম লক্ষ্য। সমাপনী পরীক্ষায় ১০০% উন্নীত করা এবং তা ধরে রাখা।
গুয়াধানা- সিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১। ঐশি বিশ্বাস
২। কলিন্স বিশ্বাস
৩। সুকান্ত বিশ্বাস
৪। স্বপ্না বিশ্বাস
৫। সৈকত বিশ্বাস
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস