বিদ্যালয়ের ভবন একটি, কক্ষ- ৩টি, আরমিরা- ৩টি (স্টীল), বেঞ্চ ২৬ জোড়া, টেবিল ৭টি, চেয়ার ১০টি, সামনে একটি খেলার মাঠ, মাঠের পার্শ্বে কাঁচা রাস্তা, পিছনের বাঘিয়া নদী, বিদ্যালয়ে টয়লেট ০১টি।
৩নং পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের অন্তর্গত পাথরঘাটা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি অত্র এলাকার সবচাইলত প্রাচীনতম বিদ্যালয় যেটি ১৯০৭ সালে স্থাপিত হয়। তৎকালীন স্থানীয় ধনাঢ্যশালী ব্যক্তিগণ কর্তৃক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের অতীত ঐতিহ্য সুদুর প্রসারী। এখান থেকে কৃত বিদ্য হয়ে অনেক গুনী ও জ্ঞানীজন তাদের জীবন আলোকিত করেছেন এবং দেশের শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ ভাবে অবদান রেখেছেন। বিদ্যালয়ের দক্ষিন পার্শ্ব দিয়ে একটি রাস্তা ও উত্তর পার্শ্ব দিয়া একটি প্রবাহমান নদী বয়ে গিয়েছে। এখানকার লোকগুলো সহজ-সরল জীবন যাপন করেন। এলকার সকলেই বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা করেন।
বিদ্যালয় পরিচালনায় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে।
২০০৮ সাল পাশের হার ৫০%
২০০৯ সাল পাশের হার ৮০%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ১০০%
বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর মধ্যে ৪৮ জন উপবৃত্তি পেয়ে আসছে। এদের মধ্যে একক পরিবার ৪০টি এবং যৌথ পরিবার ৪টি।
বিদ্যালয়টি গত ০৩ বৎসর যাবত পাশের হার ১০০% ধরে রেখেছে। এছাড়া খেলাধুলায় জেলা পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার সুবাদে একটি ছাত্রাবাস ও পাঠাগার স্থাপন এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় খেলার মাঠ প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।
০৩ নং পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাথরঘাটা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
৪র্থ শ্রেণীঃ
৫ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস