বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ইং সালে। বিদ্যালয়ের দক্ষিনে শৈলদাহ নদী প্রবাহিত। এই নদীর তীর ঘেষে পাঁকা রাস্তা চলে গেছে। তার পাশেই বিদ্যালয়টি স্থাপিত বিদ্যালয়ের একটি সুন্দর খেলার মাঠ ও ০২টি পাঁকা সৌচাগার এবং বিদ্যালয়ের অফিস কক্ষসহ মোট ০৪টি কক্ষ বিশিষ্ট্য একটি টিনসেড পাঁকা ঘর। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ অত্যন্ত মনোরম এবং ভালো।
নবুখালী গ্রাম এক সময় একটি বিদ্যালয় বিহীন গ্রাম ছিল। এই গ্রামের বেশীর ভাগ লোকই নিরক্ষর এবং দৈন্যতায় জর্জরিত ছিল। লেখাপড়া করার কোন সুযোগ ছিলনা। লেখাপড়া করার জন্য এই গ্রাম থেকে অনেক দূরে যেতে হত। তখন যোগাযোগের ব্যবস্থা খুব খারাপ ছিল। সে কারণে এই গ্রামের ছেলে-মেয়েরা লেখাপড়া করার কোন সুযোগ সৃষ্টি করতে পারত না। সর্বজন বিদিত "শিক্ষাই জাতির মেরুদন্ড"। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তাই এই শিক্ষার গুরুত্ব মর্মার্থ ও মর্যাদা অনুভব করে এই নবুখালী গ্রামের এক মহানুভব সদাশয় ও শিক্ষানুরাগী নিবেদিত প্রাণ ব্যক্তি স্বর্গীয় নলিনী রঞ্জন হীরা মহাশয়, পিং- মৃত. মাধব চন্দ্র হীরা বর্তমানে নবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য জায়গা রেজিস্ট্রি করে দেন। তদুপলক্ষ্যে গ্রামের ০৮/০৯ জন সচেতন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
বর্তমান পরিচালনা কমিটির সদস্য সংখ্যাঃ পুরুষ ০৬জন, মহিলা- ০৫জন, মোট = ১১ জন।
২০০৯ সাল পাশের হার ১০০%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ১০০%
অত্র বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৫৬জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়।
এই বিদ্যালয়ে পাঠদান শুরুর পর গ্রামের রিক্ষরতা আস্ত আস্তে দূর হচ্ছে এবং বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর ভর্তির হার শতভাগে উন্নীত হয়েছে।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে সুপ্রতিষ্ঠিত করতে চাই।
গ্রাম- নবুখালী, ডাকঘর- পাটগাতী
উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
৪র্থ শ্রেণীঃ
৫ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস