বিদ্যালয়টি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী গ্রামে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় করণ হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়টিতে দুইটি ভবন আছে। সীমানা প্রাছীর আছে। বিদ্যালয়ে বর্তমান শিক্ষক সংখ্যা ৫জন এবং ছাত্র-ছাত্রী- ৩৪৫ জন।
বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী গ্রামে উপজেলা সংযোগ সড়কের পার্শ্বে অবস্থিত। বিদ্যালয়টির প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়করণ হয় ১৯৭৩ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আলী মুন্সী। ২০০৫ সালে বিলকিছ খানম এবং সুস্মিতা ঘরামী এই বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত হয়েছে। ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। ২০১২ সালে আজরীন সুলতানা (ইমা) বৃত্তি প্রাপ্ত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক ফলাফল সন্তোষজনক।
বর্তমানে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে। মহিলা সদস্য ৪জন, সভাপতি মুন্সী মোঃ রফিকুল ইসলাম এবঙ সদস্য সচিব হোসনে আরা পারভীন।
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | |
২০০৯ | ২৯ | ২৩ | ২১ | ৯১% |
|
২০১০ | ৩০ | ২৬ | ২৬ | ১০০% |
|
২০১১ | ৪১ | ৩৩ | ৩৩ | ১০০% |
|
২০১২ | ৪৩ | ৪০ | ৪০ | ১০০% |
|
মোট উপবৃত্তিধারী ছাত্র-ছাত্রী সংখ্যা- ১৩৯ জন। একক কার্ড ১২৯ এবং যৌথ কার্ড- ৫ খানা।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুন্সী মোঃ এমদাদুল হক সাহেব ২ (দুই) বার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং প্রধান শিক্ষিকা হোসনে আরা পরভীন ২ (দুই) বার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ২০০৫ সালে ২জন ছাত্রী বৃত্তি পেয়েছে এবং ২০১২ সালে ১ জন ছাত্রী বৃত্তি পেছেছে। বিগত ৩ বছরে সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%।
সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা এবং বৃত্তি প্রাপ্তির সংখ্যা বাড়ানো এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক দিক দিয়ে ছাত্র-ছাত্রীদের মনোযোগ বাড়ানো।
৩০নং পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
পাটগাতী (মুন্সীপাড়া), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
২য় শ্রেণীঃ
১। ফারজানা খানম
২। নাদিম মুন্সী
৩। মিমজাল মুন্সী
৩য় শ্রেণীঃ
১। হিজবুল্লাহ আল-নোমান
২। রিপা ঘরামী
৩। সঞ্চিতা ঘরামী
৪র্থ শ্রেণীঃ
১। সাজিয়া তাসমীম (চাঁদনী)
২।পাবিয়া ঢালী
৩। খাদিজা খানম
৫ম শ্রেণীঃ
১। মোঃ জিয়াউল ইসলাম
২। মোঃ মাসুক হাসান
৩। মোঃ মোজাহিদ শিকদার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস