গিমাডাঙ্গা টুংগীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় জি.টি স্কুল নামে পরিচিত। এটা টুংগীপাড়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটি এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের মোট জমির পরিমাণ ২.৯৬ একর।
নিভৃত পল্লীর অনগ্রসর জনগনের ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মানসে টুংগীপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব খান সাহেব শেখ মোশাররফ হোসেন কতিপয় শিক্ষানুরাগীর সহযোগিতায় ১৯১৫ সনে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাইনর স্কুল হিসেবে শুরু হয় এর যাত্রা এবং দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে ১৯৫০ সনে এটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৫৬ সনে এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রথম ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৮৬ সনে অত্র বিদ্যালয়ের মাঠে এক জনসভায় তৎকালীন শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশে এই বিদ্যালয়টিকে সরকারি করনের ঘোষণা দেন। ফলে ১৯৮৬ সনের ১৩ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠায় শেখ ছহির উদ্দিন, শেখ মফিজ উদ্দিন, শেখ মনির উদ্দিনসহ এলাকার কতিপয় ব্যক্তিত্ব জমি দান করে স্মরনীয় হয়ে আছেন।
পাবলিক পরীক্ষার ফলাফল ক্রমান্বয়ে ভাল, খেলাধুলা ও স্কাউটিংএ কৃতিত্ব অর্জন।
ছাত্র-শিক্ষক অনুপাত কমিয়ে আনা, পাশের হার বৃদ্ধি করা ও বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস