বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া উপজেলায়, টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত। এর উত্তরে জেলাপরিষদ ডাকবাংলা, টুঙ্গিপাড়া থানা, পর্যটন মোটেল ও টুঙ্গিপাড়া পৌরসভা, দক্ষিণে শেখ সাহেরা খাতুন রেডক্রিসেন্ট হাসপাতাল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, পূর্বে উপজেলা পরিষদ ভবন, বিজয় ভিআইপি রেস্ট হাউস এবং পশ্চিমে ফসলী জমি অবস্থিত।
বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নকালে এই এলাকায় কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এলাকার শিক্ষা বিস্তারের মানসে এবং বিশিষ্টজনদের আগ্রহে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী খানসাহেব শেখ মোশাররফ হোসেনের একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টি বর্তমান শেখ সাহেরা খাতুন রেডক্রিসেন্ট হাসাপাতালের জায়গায় ছিল। পরবর্তীতে বর্তমান অবস্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের দেওয়া জায়গায় এটি পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | শেখ সাহাবুদ্দিন | সভাপতি |
২ | মোঃ আজিজুল হক | সহ-সভাপতি |
৩ | শেখ তানজির আহমেদ | সদস্য |
৪ | তাহেরা খানম | ,, |
৫ | মোঃ লিটন শেখ | ,, |
৬ | নিপা রানী বিশ্বাস | ,, |
৭ | কাজী মিজানুর রহমান | ,, |
৮ | নিলুফা ইয়াসমিন | ,, |
৯ | হারিচুন্নাহার (লিলি) | ,, |
১০ | মোঃ ইউসুফ আলী | ,, |
১১ | কমলেশ চন্দ্র মল্লিক | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | বৃত্তি প্রাপ্তির সংখ্যা | পাশের হার | |
টেলেন্টপুল | সাধারণ | |||||
২০০৮ | ৪৬ | ৪৬ | ৪৬ | ৬ | ৪ | ১০০% |
২০০৯ | ৫১ | ৫১ | ৫১ | ২ | ৫ | ১০০% |
২০১০ | ৪৬ | ৪৬ | ৪৬ | ৩ | ৫ | ১০০% |
২০১১ | ৬২ | ৬২ | ৬২ | ১ | ৩ | ১০০% |
২০১২ | ৬৪ | ৬২ | ৬২ | ২ | ৪ | ১০০% |
প্রযোজ্য নয়
১। ২০০০ সালে উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শিশু পদক অর্জন।
২। বিভিন্ন সময়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যনেজিং কমিটি, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, শ্রেষ্ঠ কাব ও শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচিত।
১। বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% উন্নীত করাসহ প্রাথমিক বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করা।
২। লেখাপড়ার পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।
২১নং কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
২য় শ্রেণীঃ
১। শেখ অরিত্রী
২। অর্পন বালা
৩। আল-তামিম
৩য় শ্রেণীঃ
১। শেখ জান্নাত ফাহমিদা তাসনিম
২। প্রতীম বালা
৩। শেখ সোয়াইলিম আহমেদ রিফাত
৪র্থ শ্রেণীঃ
১। মেঘলা সিকদার
২। সাইমুন হোসেন
৩। রায়হান ফেরদৌস রিফাত
৫ম শ্রেণীঃ
১। মেহনাজ মীম
২। মোঃ বাইজীদ হোসেন
৩। আজমির হোসেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস