ঐতিহ্যবাহী টুংগীপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের মূল ভবনটি পূর্বমুখী একটি দ্বিতল ভবন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্য বন্ধু শেখ শাহাদাৎ হোসেন। তাঁর নিজ বাড়ী সংলগ্ন স্থানে বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়েল ছাত্র জনাব শেখ শাহাদাৎ হোসেনের ৩য় পুত্র জনাব শেখ বেলায়েত হোসেন জাতি সংঘের জনসংখ্যা বিশেষজ্ঞ। এই বিদ্যালয়ের আর একজন কৃতি ছাত্র জনাব বেনজির আহম্মদ, বর্তমানে তিনি কমিশনার, ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ, ঢাকা।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | শেখ জালাল উদ্দিন | সভাপতি |
২ | শেখ মিজানুর রহমান | সহ-সভাপতি |
৩ | মোঃ শাহজাহান খান | অভিভাবক সদস্য |
৪ | আব্দুস সোবহান | ঐ |
৫ | হেলেনা বেগম | ঐ |
৬ | ফজিলা বেগম | ঐ |
৭ | আলেয়া বেগম | ঐ |
৮ | মোঃ ইমাম হোসেন | ওয়ার্ড মেম্বার (সদস্য) |
৯ | আঞ্জুমানারা বেগম | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক |
১০ | জাহিদা খানম | শিক্ষক প্রতিনিধি |
১১ | শাহ জাহাল | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ১৮ জন | ১৮ জন | ১৭ জন | ৯৪.৪৪% |
২০১০ | ২৩ জন | ২৩ জন | ১৮ জন | ৭৮.২৬% |
২০১১ | ২৮ জন | ২৮ জন | ২৮ জন | ১০০% |
২০১২ | ৬৬ জন | ৬৫ জন | ৬৬ জন | ১০০% |
সুবিধা ভোগী ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিকঃ
শ্রেণী | বালক | বালিকা | মোট |
প্রথম | ১০ | ১২ | ২২ |
দ্বিতীয় | ১৫ | ২১ | ৩৬ |
তৃতীয় | ২২ | ২৮ | ৫০ |
চতুর্থ | ১৬ | ১৪ | ৩০ |
পঞ্চম | ০৫ | ০৬ | ১১ |
সর্বমোট | ৬৮ | ৮১ | ১৪৯ |
মোট পরিবার সংখ্যাঃ ১৪৭ একক, যৌথ- ১, মোট= ১৪৮, একক পরিবার মাসে ১০০/- টাকা এবং যৌথ পরিবার মাসে-১২৫/- টাকা পায়।
২০১১ ও ২০১২ সালে সমাপনি পরীক্ষায় পাশের হার ১০০%, ২০১০ সালে একজন ছাত্র সাধারণ বৃত্তি পায়।
বিদ্যালয়টিকে আমরা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিগণিত করতে চাই। এজন্য ম্যানেজিং কমিটি ও শিক্ষক ও অভিভাবকগণ আন্তরিক ভাবে তৎপর।
গ্রাম- গিমাডাঙ্গা (উত্তরপাড়া), ডাকঘর- গিমাডাঙ্গা
উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস