বিদ্যালয়টি টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের অন্তর্গত নারায়নখালী গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ অত্যন্ত মনোরম। বিদ্যালয়ের পূর্বদিকে ৪কিঃমিঃ দূরে ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম দিকে ৪ কিঃমিঃ দূরে বাঘিয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর দিকে বিলাঞ্চল এবং দক্ষিনে বাঘিয়া নদী প্রবাহিত।
বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে স্থানীয় দরিদ্র মানুষের প্রচেষ্টায় একটি বাড়িতে পাঠশালা চালুকরা হয়। এলাকার শিশুরা এখানেই শিক্ষা গ্রহণ করতো। পরবর্তীতে পাঠশালায় নিয়োগকৃত শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে শিক্ষানুরাগী অতুল চন্দ্র বোস ও তার ভাই তারক চন্দ্র বোস বিদ্যালয়ের জমি দান করেন এবং বিদ্যালয়ের শিক্ষকগণের অর্থায়নে ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | রামনাল বৈরাগী | সভাপতি |
২ | সুবাস চন্দ্র বসু | সহ-সভাপতি |
৩ | শ্রীবাস চন্দ্র বসু | সদস্য |
৪ | দুলাল সরকার | ,, |
৫ | সীমা গাইন | ,, |
৬ | উৎপল বসু | ,, |
৭ | জয়ন্তি বালা | ,, |
৮ | শংকরী রানী ঢালী | ,, |
৯ | বিবেক চন্দ্র কিত্তুর্নীয়া | ,, |
১০ | অনিল কৃষ্ণ মন্ডল | ,, |
১১ | চন্দ্র শেখর বোস | সদস্য সচিব |
২০০৯ সাল পাশের হার ১০০%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ১০০%
২০১৩ সাল পাশের হার -
বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৪৫জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়।
নিম্নলিখিত বছর গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের হার এবং অনেক ছেলে-মেয়ে উচ্চ শিক্ষা লাভ করে দেশ বিদেশে বিভিন্ন চাকুরীতে নিয়োজিত আছে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করা।
গ্রাম- নারায়ানখালী, ডাকঘর- ডুমরিয়া বাজার
উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
প্রথম শ্রেণীঃ
দ্বিতীয় শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস