বিদ্যালয়টি অবস্থান মৃত্তিকাবাটি নামক গ্রামে। ৪ তলা ফাউন্ডেশন করা। ১ তলা ভবন। যার অবস্থান দক্ষিণমুখি। এর পূর্বে পাশে সিংগীপাড়া -বর্নি সড়ক। উত্তর পাশে নদী। পশ্চিম পাশে জনবসতী এবং বর্নির বাওড়। দক্ষিন পাশে খেলারমাঠ।
মৃত্তিকাবটি গ্রামে কোন বিদ্যালয় না থাকায় বদর বিশ্বাস নামক এক মহান ব্যক্তি ৩৩ শতাং জমি দান করেন। উক্ত স্থানে ১৯৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ জাতীয় করণ হয়।
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী |
১ | মোঃ বাচ্চু মিয়া শেখ | সভাপতি |
২ | মারুফ মোল্যা | সহ সভাপতি |
৩ | মাফুজুল হক বিশ্বাস | দাতা সদস্য |
৪ | মাওঃ আঃ গাফফার শেখ | বিদ্যোৎসাহী সদস্য |
৫ | মোঃ সালাম শেখ | ইউপি সদস্য |
৬ | মোঃ শাহিন পারভেজ | মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
৭ | বিউটি বেগম | বিদ্যোৎসাহী সদস্য |
৮ | হেলালী বেগম | মহিলা সদস্য |
৯ | আকিতারা বেগম | মহিলা সদস্য |
১০ | শাহাদ আলী শেখ | শিক্ষক প্রতিনিধি |
১১ | রাবেয়া আফ্রোজ চৌধুরী | সদব্য সচিব |
সাল | পরীক্ষার সংখ্যা | উত্তীর্ন | পাশের হার |
২০১১ | ০৭ | ০৭ | ১০০% |
২০১২ | ০৮ | ০৮ | ১০০% |
শ্রেণি | ১ম শ্রেণি | ২য় শ্রেণি | ৩য় শ্রেণি | ৪র্থ শ্রেণি | ৫ম শ্রেণি | মোট |
ছাত্র | ৮ | ৫ | ৮ | ৯ | ১ | ৩১ |
ছাত্রী | ১১ | ৯ | ১২ | ৮ | ৭ | ৪৭ |
মোট | ১৯ | ১৪ | ২০ | ১৭ | ৮ | ৭৮ |
শতভাগ পাশের হার, ঝরে পড়ার হার শুন্য। এছাড়া খেলাধুলা ও সংস্কৃতিতে রায়েছে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কৃতিত্ব।
মান সম্মত শিক্ষা অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করা। শ্রেণি কক্ষে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন।
বর্নি মৃত্তিকাবাটি
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১ম শ্রেণি | ২য় শ্রেণি | ৩য় শ্রেণি | ৪র্থ শ্রেণি | ৫ম শ্রেণি |
১. জাকিয়া খানম | ১.সানজিদা খানম | ১. আইভী রহমান | ১.মানসুর ফরাজী | ১.পূর্নিমা খানম |
২. লামিম মোল্লা | ২. সুমাইয়া খানম | ২. নাছিমা খানম | ২. ছাদিয়া খানম | ২.আরিফা খানম |
৩. মুরসালিন মোল্লা | ৩.রেশমি খানম | ৩.মুনজিলা খানম | ৩.শাকিব | ৩. পাখি খানম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস