বরইহাটি গ্রামটি টুঙ্গিপাড়া উপজেলার উত্তর দিকে শেষ প্রান্তে অবস্থিত। ইহা গোপালপুর গ্রামের হাসপাতাল হইতে উত্তরে রাস্তা এসে বরইহাটি গ্রামের দিকে শেষ হইয়াছে। এই এলাকাটিতে যানবাহন শূণ্য এখানে পায়ে হেটে যেতে হয়। এই গ্রামটি পশ্চিম দিকে শুরু করে পূর্বে অবস্থানরত আছে। গ্রামের প্রায় মাঝখানে রাস্তার উত্তর পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের উত্তরে বেশ বড় একটি খেলার মাঠ আছে। বিদ্যালয় সংলগ্ন একটি ধর্মীয় মন্দির আছ্ বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত।
বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সংলগ্ন মন্দিরে হরি ঠাকুরের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে বিদ্যালয়টি একটি সন্তোষজনক অবস্থানে অবস্থিত আছে।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | রঞ্জন বিশ্বাস | সভাপতি |
২ | সুভাষ পান্ডে | সহ-সভাপতি |
৩ | ধীরেন্দ্র নাথ হাজরা | সদস্য |
৪ | অসীম ব্যাপারী | ,, |
৫ | ভারতী হাজরা | ,, |
৬ | প্রভাতী হাজরা | ,, |
৭ | শিক্ষা মন্ডল | ,, |
৮ | কালিপদ মন্ডল | ,, |
৯ | দেশ বন্ধু বিশ্বাস | ,, |
১০ | বিমান বাইন | ,, |
১১ | সনাতন বাইন | সদস্য সচিব |
২০০৮ সাল পাশের হার ৯৫%
২০০৯ সাল পাশের হার ১০০%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ১০০%
অত্র বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৫৯জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ে কোন যৌথ কার্ড নেই।
বিদ্যালয়ে বিগত কয়েক বছর পাশের হার ১০০% ধরে রেখেছে। বিদ্যালয়ের ছেলে-মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার জিতেছে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রুপান্তরিত করা।
বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
৪র্থ শ্রেণীঃ
৫ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস