বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের অন্তর্গত শ্রীরামকান্দি গ্রামের ঘোষেরঘাট নামক স্থানে ১৯৪২সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির সামনে বড় একটি খেলার মাঠ অবস্থিত। বিদ্যালয়ের সংলগ্ন একটি মসজিদ রয়েছে। পূর্বে রয়েছে রাস্তা, খাল ও গওহরডাঙ্গা মাদ্রাসা, বিদ্যালয়ের দক্ষিনে রয়েছে খাল ও ময়াবতী মধুমতি নদী এবং বিদ্যালয়ের পশ্চিমে রয়েছে ফসলের মাঠ। বিদ্যালয়ের মাঠদানের পরিবেশ অত্যন্ত মনোরম।
বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে শিশুরা দূরবর্তী পাঠশালায় পড়ালেখা করত। শিক্ষার গুরুত্ব উপলব্ধী করে স্থানীয় শিক্ষানুরাগীরা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলে মোঃ শামসুদ্দীন শরীফ জায়গা দান করেন। এবং স্থানীয় জনগণের সাহায্যে ১৯৪২ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | এস,এম, নুরুল আলম | সভাপতি |
২ | শরীফ এমদাদ হোসেন | সহ-সভাপতি |
৩ | শেখ ওমর আলী | সদস্য |
৪ | মোঃ মোক্তার হোসেন | ,, |
৫ | মোঃ সোহেল শরীফ | ,, |
৬ | শাহানা বেগম | ,, |
৭ | রোজিনা বেগম | ,, |
৮ | পারুল বেগম | ,, |
৯ | মাসুমা আক্তার | ,, |
১০ | রওশন আরা বেগম | ,, |
১১ | জেসমিন আক্তার | সদস্য সচিব |
সাল | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | বৃত্তি প্রাপ্তি | পাশের হার |
২০০৯ | ২৬ | ২৬ | - | ১০০% |
২০১০ | ২২ | ২২ | - | ১০০% |
২০১১ | ৩৮ | ৩৮ | ২ | ১০০% |
২০১২ | ৪১ | ৪১ | ১ | ১০০% |
২০১৩ | ৪৬ |
|
|
|
বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর ৫০% ছাত্র-ছাত্রী উপবৃত্তি পায়। ছাত্র- ৭৫, ছাত্রী- ৬৫ মোট= ১৪০ জন।
বিগত বছর গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের হারসহ বৃত্তি অর্জন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ান, উপজেলা পর্যায়ে রানার্স আপ পুরস্কার, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়াপ্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অংশগ্রহণসহ পুরস্কার লাভ।
শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতি, চরিত্রগঠনসহ বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
২৮নং ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঘোষেরঘাট, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ
১। মোঃ রায়হান
২। প্রত্যাশা
৩। নুপুর
২য় শ্রেণীঃ
১। মোঃ আশিকুর রহমান
২। শরীফ তাজউদ্দীন
৩। মুসলিমা
৩য় শ্রেণীঃ
১। জান্নাতী
২। মোঃ বায়জিদ
৩। নাবিলা
৪র্থ শ্রেণীঃ
১। মোঃ মামুন শেখ
২। রত্মা
৩। সুমি
৫ম শ্রেণীঃ
১। মোঃহামিম হাসান
২। মঈন মুন্সি
৩। রিতু খানম
৬ষ্ঠ শ্রেণীঃ
১। নাসরিন
২। রোকসানা
৩। বিথী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস