বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার কুশলী ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ ও পশ্চিমে ইউনিয়নের মূল সড়ক যাহা উপজেলার সহিত সংযুক্ত। সামনে খেলার মাঠ আছে। ইহা একটি টিনসেড আধা পাকা ভবন।
বিদ্যালয়টি গ্রামের লোকদের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৯৫ ইং সনে বিদ্যালয়টি কমিউনিটি বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবদি সুনামের সহিত পাঠদান কর্মসূচী অব্যাহত রেখেছে। ইহা ২০১১ ইংরেজী তারিখে রেজিস্ট্রেশন হয় এবং ২০১৩ ইং সনে জাতীয় করণ হয়।
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
1. | মোঃ ফিরোজ মিয়া | সভাপতি |
|
2. | মোঃ আসাদ শেখ | সহ-সভাপতি |
|
3. | মোঃ মিরাজ হোসেন | সদস্য |
|
4. | মোঃ রাসেল শেখ | সদস্য |
|
5. | ফিরোজা বেগম | সদস্য |
|
6. | অঞ্জলী ঠিকাদার | সদস্য |
|
7. | শিখা বেগম | সদস্য |
|
8. | মোঃ শফিক মোল্যা | সদস্য |
|
9. | মোঃ জাহিদুল শেখ | সদস্য |
|
10. | উন্নতি রাণী মন্ডল | সদস্য |
|
11. | হরষিত চন্দ্র বালা | প্রধান শিক্ষক |
|
সন | ডিয়ার ভুক্ত | অংশগ্রহনকারীর সংখ্যা | পাসের সংখ্যা | অনুত্তীর্ণের সংখ্যা |
২০০৮ | ১৫ | ১৫ | ১৫ | ০ |
২০০৯ | ০৪ | ০৪ | ০ | ০৪ |
২০১০ | ০৬ | ০৬ | ০৬ | ০ |
২০১১ | ১৩ | ১৩ | ১৩ | ০ |
২০১২ | ১২ | ১২ | ১২ | ০ |
ক. সুবিধাভোগী -৭৮ জন।
খ. সুবিধাভোগী ছাত্রী -৪৬ জন।
গ. একক পরিবার- ৭৮ টি।
ঘ. যৌথ পরিবার- নাই।
মোট কার্ড- ৭৮ টি।
অত্র বিদ্যালয়ের অনেক ছাত্র/ছাত্রী বাংলাদেশের স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠানে মেধাতালিকায় স্থান করে নিয়েছে। অনেকে বর্তমানে প্রতিষ্ঠিত ও সমাজের সেবা কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অত্র বিদ্যালয় নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটাকে শিশু থেকে পঞ্চম শ্রেণীর স্থলে অষ্টম শ্রেনীতে উন্নীত করে যথাপোযুক্ত পাঠদান কর্মসূচী পালন করব যাহা সংশ্লিষ্ট এলাকার মানুষকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসতে সহায়তা করতঃ সুশিক্ষা নিশ্চিত করবে।
বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
দ্বিতীয় শ্রেণী: ১. বালি খানম।
২. হাবিবুল্লা শেখ।
৩. খাদিজা ।
তৃতীয় শ্রেণী: ১. ইতি রায়।
২. আলাল শেখ।
৩. মণিকা খানম।
চতুর্থ শ্রেণী: ১. আরজু খানম।
২. মুন্না খানম।
৩. হিজবুল্লা মোল্যা।
পঞ্চম শ্রেণী: ১. নাসরিন আক্তার।
২. সুমাইয়া খানম।
৩. সামিমা খানম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস