এটি টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নে পরিষদের সালুখা গ্রামে অবস্থিত। স্কুলটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। স্কুলের পাশ দিয়ে বয়ে গেছে শৈলদাহ নদী। কাঠিগ্রাম কানাইনগর ও সালুখা এই তিনটি গ্রামের সমন্বয়ে কা, কা, সা, সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নামকরণ করা হয়। এই তিনটি গ্রামের সমস্ত ছেলে-মেয়েরা লেখাপড়া করে বর্তমানে ৩জন শিক্ষক কর্মরত আছেন। মোট ছাত্র-ছাত্রী ৯৭ জন অধ্যয়নরত।
কাঠিগ্রাম, কানাইনগর ও সালুখা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। স্কুলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে এক অধ্যাদেশ বলে প্রতিষ্ঠাসহ জাতীয়করণ করেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | সমরেশ বিশ্বাস | সভাপতি |
২ | রত্মা গাইন | সহ-সভাপতি |
৩ | ধনীন্দ্র নাথ রায় | সদস্য |
৪ | বিকাশ বিশ্বাস | ,, |
৫ | মমতা গাইন | ,, |
৬ | মনিশংকর রায় | ,, |
৭ | নিশিকান্ত রায় | ,, |
৮ | পিয়ারী বোস | ,, |
৯ | চম্পা বালা | ,, |
১০ | সরস্বতী রানী মন্ডল | ,, |
১১ | গৌতম চন্দ্র রায় | সদস্য সচিব |
২০০৮ সাল পাশের হার ১০০%
২০০৯ সাল পাশের হার ১০০%
২০১০ সাল পাশের হার ১০০%
২০১১ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার ১০০%
বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ৪২ জনকে উপবৃত্তি প্রদান করা হয়।
২০১২ সালে ইউনিয়ন পর্যায়ে নৃত্য ও কবিতায় রিংকু গাইন (৪র্থ শ্রেণী) ১ম স্থান লাভ করে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, ভবন নির্মাণ শিক্ষক নিয়োগ ও সার্বিক উন্নয়ন
সড়ক ও নৌপথ
১ম শ্রেণীঃ
২য় শ্রেণীঃ
৩য় শ্রেণীঃ
৪র্থ শ্রেনীঃ
৫ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস