গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গিমাডাঙ্গা মু্ন্সিরচর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি ০৪ (চার) জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে বর্তমান ছাত্র সংখ্যা ২০০ জন। বিদ্যালয়ে একটি পাকা ভবন ও দুটি সৌচাগার আছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার হওয়ার পূর্বে অত্র এলাকার ছেলে-মেয়েদের অনেক দূরের বিদ্যালয়ে গিয়ে পড়া লেখা করতে হতো। এতে অনেক ছেলে-মেয়ে বিদ্যালয়ে যেতে পারত না। ফলে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো। এই অসুবিধার দিকে লক্ষ্য করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এবং শিক্ষকদের ঐক্যবন্ধ প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে।
১। মোঃ ইমরুল হোসেন সরদার- সভাপতি
২। মোঃ ফায়েক শেখ- সদস্য
৩। মোঃ হাবিবুর রহমান -সদস্য
৪। গাজী আবুল হাসানাত- সদস্য
৫। হাজেরা খাতুন- সদস্য
৬। পিয়ারী খাতুন- সদস্য
৭। মিতা বেগম - সহ-সভাপতি
৮। মনিরা বেগম - সদস্য
৯। তরুলতা বেগম- সদস্য
১০। মনিরুজ্জামান সিকদার- সদস্য
১১। মোঃ তৌহিদুজ্জামান - সদস্য সচিব
২০০৯ সাল পাশের হার ৮০%
২০১০ সাল পাশের হার ৮৫%
২০১১ সাল পাশের হার ১০০ %
২০১২ সাল পাশের হার ১০০%
২০১২ সাল পাশের হার
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ৭৬ জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী ছেলে-মেয়েদের শতভাগ বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদানের পরিকল্পনা আছে।
শেখ কামাল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
গিমাডাঙ্গা (মুন্সিরচর), ডাকঘর- গিমাডাঙ্গা,
উপজেলা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
১ম শ্রেণীঃ
১। সুমাইয়া
২। নাসরিন
৩। শরিফুল
২য় শ্রেণীঃ
১। রত্মা
২। ইসমাইল
৩। লিমা
৩য় শ্রেণীঃ
১। নিশি
২। পায়েল
৩। ইমন
৪র্থ শ্রেণীঃ
১। ইস্রাফিল
২। শামীমা
৩। রিমা
৫ম শ্রেণীঃ
১। হাওয়া
২। লিপু
৩। রাসেল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস