বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার উত্তর সীমান্তে অবস্থিত। এলাকাটি খুবই নীচু। বিদ্যালয়টির একপাশ দিয়ে রাস্তা এবং অপর পাশ দিয়ে নদী বয়ে গেছে। এটি রাখিলাবাড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১৪৬ জন ছাত্রছাত্রী আছে।
বিদ্যালয়টি এলাকার কয়েকজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ১৯৭৩ সনে প্রতিষ্ঠা করেন। এখানে বেশির ভাগ দরিদ্র শ্রেণির লোকজনের বসবাস।
১। বাবু কিশোর চন্দ্র মন্ডল (সভাপতি)
২। বাবু সুরেশ কান্তি হালদার (সহ-সভাপতি)
৩। বাবু ব্রজেন্দ্র নাথ মন্ডল (সদস্য)
৪। বাবু তুষার কান্তি বিশ্বাস (সদস্য)
৫। বাবু শ্যামলাল রায় (সদস্য)
৬। বাবু বাসুদেব রায় (সদস্য)
৭। ঝর্ণা রানী মন্ডল (সদস্য)
৮। রীতা রায় (সদস্য)
৯। সবিতা তালুকদার (সদস্য)
১০। মৌসুমী বিশ্বাস (শিক্ষক প্রতিনিধি)
১১। দীপ্তি রানী বিশ্বাস (সদস্য সচিব)।
২০০৯ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী ১০ জন, কৃতকার্য ১০ জন, অকৃতকার্য নাই
২০১০ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪ জন, কৃতকার্য ১৪ জন, অকৃতকার্য নাই
২০১১ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩ জন, কৃতকার্য ১৩ জন, অকৃতকার্য নাই
২০১২ সালে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫ জন, কৃতকার্য ১৫ জন, অকৃতকার্য নাই
২০১৩ ডি.আর ভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা ২২ জন।
মোট ছাত্রছাত্রী (১ম-৫ম) ১১৬জন
উপবৃত্তিধারী : ৫৮ জন (বালক-২৫, বলিকা-৩৩)
এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে ২ জন কৃতিছাত্র বর্তমানে মেডিকেল অফিসার হয়েছে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে।
ভ্যান ও নৌকাযোগে যাতায়াত করতে হয়।
১। চয়ন মন্ডল, ২। নয়ন মন্ডল, ৩। লিংকন মন্ডল,
৪। পূজা মন্ডল, ৫। অলক রায়, ৬। সোহেল মন্ডল, ৭। আশিষ মন্ডল,
৮। দেবাশীষ মন্ডল, ৯। বর্ষা বিশ্বাস, ১০। স্বর্ণা গাইন, ১১। আশা মন্ড
১২। অন্তরা বিশ্বাস, ১৩। গৌরী মন্ডল, ১৪। আকাশতালুকদার, ১৫। ভোলানাথ মন্ডল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস