গ্রাম- কাকইবুনিয়া, ডাকঘর-পাটগাতী, উপজেলা - টুংগীপাড়া জেলা-গোপালগঞ্জ।
বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে স্থানীয় মন্ডল বাড়িতে পাঠশালা ছিল। শিশুরা সেই পাঠশালায় পাড়ালেখা করত।শিক্ষারগুরুত্ব উপলব্দী করে স্থানীয় শিক্ষানুরাগীরা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করলে দেবেন্দ্র নাথ মন্ডল জায়গা দান করেন এবং স্থানীয় জনগনের সাহায্য সহযোগিতায় এবঙ ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | সদস্যদের নাম | যে ক্যাটাগরীতে নির্বাচিত |
১ | বিধান বিশ্বাস | সভাপতি |
২ | লক্ষ্মন দাস | সহ সভাপতি |
৩ | অরবিন্দ চৌধুরী | সদস্য |
৪ | রিনা বিশ্বাস | সদস্য |
৫ | রিনা পারভীন | সদস্য |
৬ | নারায়ন ঘরামী | সদস্য |
৭ | বাসন্তী বিশ্বাস | সদস্য |
৮ | সংকর বিশ্বাস | সদস্য |
৯ | দেবেন্দ্র নাথ মন্ডল | সদস্য |
১০ | নিস্কৃতি রানী মন্ডল | সদস্য |
১১ | দীপ্তি রানী মন্ডল | সদব্য সচিব |
সাল | অংশগ্রহণকারী | ফলাফল/পাশ | পাশের হার |
২০০৯ | ২ | ২ | ১০০% |
২০১০ | ১ | ১ | ১০০% |
২০১১ | ৬ | ৬ | ১০০% |
২০১২ | ৯ | ৯ | ১০০% |
২০১৩ | ১০ | ১০ | ১০০% |
বিদ্যালয়ের মোট ছাত্র/ছাত্রীর ৫০% ছাত্র/ছাত্রী উপবৃত্তি পায়। ছাত্র ২২ ছাত্রী ১৯ মোট ৪১।
বিগত বচর গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের হার অর্জন।
শিক্ষা, ক্রিয়া, সাংস্কৃতি চরিত্রগঠনসহ বিদ্যালয়টিকে একটি আর্দশ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
কাকুইবুনিয়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১ম শ্রেণি | ২য় শ্রেণি | ৩য় শ্রেণি | ৪র্থ শ্রেণি | ৫ম শ্রেণি |
১. আর্থ বিশ্বাস | ১. তৃষা বিশ্বাস | ১. পংকজ ঘরামী | ১. সুদিপ্ত বিশ্বাস | ১. সজীব বিশ্বাস |
২. বাধন বিশ্বাস | ২. নয়ন রায় | ২. জয় বিশ্বাস | ২. শিমলা বিশ্বাস | ২. সবুজ ঘরামী |
৩. চুমকি বিশ্বাস | ৩. চৈতি বিশ্বাস | ৩. হ্যাপি বিশ্বাস | ৩. মনিষ রায় | ৩. সজল বিশ্বাস |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস