বিদ্যালয়টি বর্নি এলাকায় বর্ণি বাওড়ের তীরে মনোরম পরিবেশে অবস্থিত। অত্র বিদ্যালয়ে বর্ণি নকড়িরর চর, পার কুশলি সিংগারকুল সহ আরও কয়েক গ্রামের ছেলে মেয়ে অধ্যয়ন করে। 2.56 শতাংশ জমির উপর বিদ্যালয়টি স্থাপন করা হইয়াছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল খেলার মাঠ। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে ডিসি রোড। পাশে রয়েছে বিশাল বাজার এবং বিদ্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। স্থাপনকালে অত্র এলাকার লোকের সর্বসম্মতিতে বর্ণি গ্রামের নামেই বিদ্যালয়টির নাম রাখা হয়।
আগে অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ছাত্রছাত্রীদের অনেক দূরে গিয়ে অধ্যয়ন করতে হত। অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি মোঃ রুস্তম আলী মোল্লার প্রচেষ্টায় এবং অত্র এলাকার বিশিস্ট ব্যক্তিগণ মোঃ ফজলুল রহমান খান, আব্দুর রাজ্জাক মুন্সী, আব্দুর ছত্তার মুন্সীর দানে এবং অত্র এলাকার অনেক লোকের কায়িক পরিশ্রমের বিনিময়ে বিদ্যালয়টি স্থাপিত হয় এবং মোঃ রুস্তম আলী মোল্লা হন নব নির্মিত বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক। অত্র বিদ্যালয়ে বর্তমানে প্রতি বছর বিভিন্ন এলাকার কমপক্ষে তিন থেকে চারশত শিক্ষার্থী অধ্যয়ন করে।
নাম | পদবী |
জনাব তৈয়াব অালী বিশ্বাস | সভাপতি |
মোঃ গাউচ আলী শেখ | অভিভাবক সদস্য |
মোঃ জয়নাল মল্লিক | অভিভাবক সদস্য |
মোঃ সোহরাব হোসেন | অভিভাবক সদস্য |
মোঃ সাহেব আলী মোল্লা | কো-অপট সদস্য |
রাশিদা | সংরক্ষিত মহিলা সদস্য |
রবীন্দ্র নাথ পাল | শিক্ষক প্রতিনিধি |
নব কুমার বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি |
প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সন 2008 | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | পাসের হার |
ষষ্ঠ শ্রেণি | 113 | 101 | 89.3% |
সপ্তম শ্রেণি | 93 | 85 | 88.5% |
অষ্টম শ্রেণি | 71 | 65 | 91.5% |
নবম শ্রেণি | 53 | 45 | 84.1% |
সন 2009 | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | পাসের হার |
ষষ্ঠ শ্রেণি | 113 | 103 | 91.1% |
সপ্তম শ্রেণি | 96 | 80 | 83.3% |
অষ্টম শ্রেণি | 71 | 65 | 91.5% |
নবম শ্রেণি | 56 | 45 | 80.3% |
সন 2010 | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | পাসের হার |
ষষ্ঠ শ্রেণি | 140 | 125 | 89.2% |
সপ্তম শ্রেণি | 121 | 110 | 90.9% |
অষ্টম শ্রেণি |
|
|
|
নবম শ্রেণি | 83 | 73 | 87.9% |
সন 2011 | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | পাসের হার |
ষষ্ঠ শ্রেণি | 110 | 95 | 86.3% |
সপ্তম শ্রেণি | 110 | 100 | 90.9% |
অষ্টম শ্রেণি |
|
|
|
নবম শ্রেণি | 54 | 47 | 87.3% |
সন 2012 | মোট পরীক্ষার্থী | মোট কৃতকার্য | পাসের হার |
ষষ্ঠ শ্রেণি | 124 | 102 | 82.25% |
সপ্তম শ্রেণি | 85 | 80 | 94.12% |
অষ্টম শ্রেণি |
|
|
|
নবম শ্রেণি | 112 | 54 | 48.21% |
উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 2013 | |
ষষ্ঠ শ্রেণি | 42 জন |
সপ্তম শ্রেণি | 28 জন |
অষ্টম শ্রেণি | 22 জন |
নবম শ্রেণি | 15 জন |
দশম শ্রেণি | 09 জন |
2009 সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 01। 2013 সালের জুনিয়র বৃত্তি প্রাপ্ত।
শিক্ষার মান বৃদ্ধি করার জন্য শিক্ষক ও কর্মচারী সংখ্যা বৃদ্ধি করা।
বর্ণি উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃ বর্ণি
উপজেলাঃ টুংগীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ
Email: bornihighschool@yahoo.com
বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ নিম্নরূপঃ
৬ষ্ঠ শ্রেণীঃ
৭ম শ্রেণীঃ
৮ম শ্রেণীঃ
৯ম শ্রেণীঃ
১০ম শ্রেণীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস