এটি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামে অবস্থিত। এটি একটি অজপাড়া গাঁ। দাড়িয়া নদীর তীরে বিদ্যালয়টি অবস্থিত। এখানে গ্রামের সমস্ত স্কুল বয়সী ছেলে-মেয়েরা লেখাপড়া করে।
মিত্রডাঙ্গা গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এলাকার কিছু বিদ্যানুরাগী লোক গ্রামের উন্নয়নের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | বাবু সুভাষ চন্দ্র রায় | সভাপতি |
২ | শ্রীমতি চঞ্চলা বিশ্বাস | সহ-সভাপতি |
৩ | বাবু সুশান্ত মজুমদার | সদস্য |
৪ | বাবু পিযুষ বিশ্বাস | ,, |
৫ | বাবু করুন গাইন | ,, |
৬ | শ্রীমতি সমাপ্তি বালা | ,, |
৭ | শ্রীমতি কাবেরী মজুমদার | ,, |
৮ | শ্রীমতি বাসন্তী হীরা | ,, |
৯ | শ্রীমতি বাসন্তী বিশ্বাস | ,, |
১০ | বাবু বরেন্দ্র নাথ বিশ্বাস | ,, |
১১ | বাবু সমীর কুমার বিশ্বাস | সদস্য সচিব |
সাল | ডিআর ভুক্তি | পরীক্ষায় অংশ্গ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | |
২০০৯ | ৯ | ৯ | ৯ | ১০০% |
|
২০১০ | ৭ | ৭ | ৭ | ১০০% |
|
২০১১ | ৫ | ৫ | ৫ | ১০০% |
|
২০১২ | ৯ | ৯ | ৯ | ১০০% |
|
২০১৩ | ১৪ | - | - | - |
|
২০১২ সালে সাধারণ গ্রেডে বৃত্তি পায় ৩ জন।
শ্রেণী ভিত্তিক নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদান করা হয়ঃ
১। প্রথম শ্রেণী- ০৪ জন।
২। দ্বিতীয় শ্রেণী- ০৪ জন।
৩। তৃতীয় শ্রেণী- ০৫জন
৪। চতুর্থ শ্রেণী- ০৮জন
৫। পঞ্চম শ্রেণী- ০৬ জন।
২০১২ সালে সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ০৪ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ০৩ জন।
বিদ্যালয়ের জি,পি,এ ৫ প্রাপ্তি সংখ্যা বৃদ্ধি করাসহ বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন।
গ্রাম- মিত্রডাঙ্গা
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
১। রিয়া বালা
২। আকাশ মজুমদার
৩। সুপ্রিয়া মজুমদার
৪। লীলা মজুমদার
৫। ঈষিতা বিশ্বাস
৬। দোলা বালা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস