৩৯ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকায় ৪৭৮ টি পরিবার রয়েছে। এবং এর জন সংখ্যা ২৪৩৫ জন। বিদ্যালয়ের খেলা-ধুলার জন্য একটি বড খেরার মাঠ রয়েঠে। পাশে একটি বাজার, একটি সাসপাতাল এবং একটি মাদ্রাসা রয়েছে। বড দুটি ভবন রয়েছে।সর্বোপরি বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে আবস্থিত।
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার আন্তর্গত 0৫ নং ডুমরিযা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে বিদ্যালয়টি আবস্থিত। এখানের পরিবেশ আত্যন্ত চমৎকার। জন বহুল এই এলাকার বিদ্যোলয়টিকে ছাত্র-ছাত্রী আনেক বেশী। এই বিদ্যালয় এলাকাটি তিন দিকে মধুমতি নদীর শাখা নদী দ্বারা বেষ্টিত। অনাবিল পরিবেশে বিদ্যালয়ের অবস্থান থাকার জন্য এলাকার ছাত্র-ছাত্রী এখানে পড়া-সুনা করতে আগ্রহী।
পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া চলছে।
সাল | ডি,আর ভুক্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা | সমপনী পরীক্ষায় অংশগ্রহন কারীর সংখ্যা | সমপনী পরীক্ষায় পাশের সংখ্যা | সমপনী পরীক্ষায় পাশের হার |
২০০৯ | ৪১ | ৩৬ | ১২ | ৩৫% |
২০১০ | ৫২ | ৪৫ | ৩৩ | ৭৩% |
২০১১ | ৭০ | ৫০ | ৪৮ | ৯৬% |
২০১২ | ৪০ | ৩১ | ৩১ | ১০০% |
২০১৩ | ৫০ |
|
|
|
ক্রমিক নং | শ্রেনী | বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | একক কাড | যৌথ কাড | মোট |
১ | ১ম | ৩৬ | ৩৭ | ৭৩ | ১৭ | ১৬ | ৩৩ | ৩২ | ১ | ৩৩ |
২ | ২য় | ৩৮ | ৩৬ | ৭৪ | ১৮ | ২৪ | ৪২ | ৪১ | ১ | ৪২ |
৩ | ৩য় | ২৯ | ৪৪ | ৭৩ | ১২ | ২৫ | ৩৭ | ৩৭ | ০ | ৩৭ |
৪ | ৪থ | ৩০ | ৩৭ | ৬৭ | ১৯ | ১৪ | ৩৩ | ৩৩ | ০ | ৩৩ |
৫ | ৫ম | ২৩ | ২৭ | ৫০ | ৯ | ১৪ | ২৩ | ২৩ | ০ | ২৩ |
মোট |
| ১৫৬ | ১৮১ | ৩৩৭ | ৭৫ | ৯৩ | ১৬৮ | ১৬৬ | ২ | ১৬৮ |
প্রতি বছর আনেক ছেলে মেয়ে এই বিদ্যালয় থেকে সমপনী পরীক্ষায় অংশ গ্রহন করে ভাল ফলাফল করছে এবং প্রতি বছর প্রাথমিক বৃত্তি লাভ করছে। ছেলে মেযেদের ভর্তির হার এবং উপস্থিতির হার সন্তোষ জনক।বিদ্যালয়টিতে স্কুল ফিডিং কার্যক্রম চালু রয়েছে।
বিদ্যালয়টি যাতে মডেল বিদ্যালয়ে পরিনত হতে পারে তার সর্বাত্বক চালিয়ে যাচ্ছে। এবং ছাত্র ছাত্রীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদন মূলক কাজের জন্য খেলা ধুলার সামগ্রী স্থাপন করা
গ্রাম- পাকুড়িতিয়া,
ইউনিয়ন- ডুমরিয়া
উপজেলা- টুঙ্গিপাড়া
জেলা- গোপালগঞ্জ।
১। রওনক জাহান (২য় শ্রেনী)
২। জান্নাতী আক্তার (৩য় শ্রেনী)
৩। লিজা আক্তার (৪থ শ্রেনী)
৪। মইনুল হাচান (৫ম শ্রেনী)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস