Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

গ্রাম বাংলার সবুজে ঘেরা পাকা রাস্তা সংলগ্ন দক্ষিণ-পূর্ব দিকে বি¯তৃত ফসলের মাঠ, সম্মুখে বিশাল আয়তনের খেলার মাঠ, চারিদিকে পাকা সীমানা প্রাচীর বেষ্ঠিত প্রধান গেট হতে প্রসস্থ এল ডিজাইনে ১৯১মিটার পাকা রাস্তা-যাহা দুটি দ্বিতল পাকা ভবন, একটি একতলা পাকা ভবন, দুটি সেমিপাকা টিন সেড গৃহের প্রতিটিতে যাতায়াতে আছে  পাকা সংযোগ রাস্তা, ভবন সমূহের প্রতিটি কক্ষে বৈদ্যুতিক পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা, একটি সমৃদ্ধ পাঠাগার, একটি আধুনিক কম্পিউটার ল্যাব, পৃথক বিজ্ঞানাগার, উন্নতমানের পর্যাপ্ত সংখ্যক শৌচাগার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বিদ্যালয় ক্যাম্পাচে একটি ছাত্রাবাস এবং খেলার মাঠের পাশ দিয়ে ফলজ ও বনজ বৃক্ষের সারি ইত্যাদি সব মিলিয়ে যেকোন পরিদর্শক/দর্শনার্থীকে মুগ্ধ করার মত মনোমূগ্ধকর পরিবেশ বিদ্যালয়ে বিরাজিত-মর্মে উপজেলা- জেলায় সুপরিচিতি আছে।