বিদ্যালয়টি হাওড়/বিল এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ৩৩ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে। বিদ্যালয়ের পুরাতন ভবন পরিত্যাক্ত হওয়ার কারণে নতুন নতুন ভবন নির্মিত হয়েছে। বিদ্যালয়টি তিন কক্ষ বিশিষ্ট শ্রেণী কক্ষ ও একটি লাইব্রেরী আছে। বিদ্যালয়ে ২০ শতাংশ খেলার মাঠ আছে। এছাড়া বিদ্যালয়ে একটি গভীর নলকূপ ও দুটি স্যানিটারী ল্যাট্রিন আছে। বিদ্যালয়ের ক্যাসমেন্ট এলাকার দৈর্ঘ্য ৩ কিঃমিঃ এছাড়া পর্যাপ্ত পরিমাণে চেয়ার টেবিল বেঞ্চ আছে।
সোনাখালী নিবাসী বাবু খগেন্দ্র নাথ বিশ্বাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিল/হাওড় এলাকায় ১৯৭২ সালের শেষের দিকে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্যাসমেন্ট এলাকায় কোন ভাল যোগাযোগ ব্যবস্থা ছিলনা। বছরের ০৯ মাস ছাত্র-ছাত্রীদের নৌকায় বিদ্যালয়ে আসতে হত। সাধারণ বন্যায় বিদ্যালয়ের কক্ষগুলো ডুবে যেত। ১৯৮৮ ও ১৯৯৮ সালের ভায়বহ বন্যায় বিদ্যালয় ১ (এক)মাসের বেশি সময় বন্ধ ছিল। ২০০৯ সালে বিদ্যালয়ে প্রচন্ড পরিমানে বিষধর সাপের উৎপাত হয়েছিল। ছাত্র-ছাত্রীরা ভয়ে বিদ্যালয়ে আসত না আর আসলেও বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ডুকতে সাহস পেতনা। যে কারণে ঐ বছরের সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ে পাশের হার হয় ০%। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিদ্যালয়টিকে বিষধর সাপ হতে মুক্ত করা হয়। বর্তমানে বিদ্যালয়ের পাশের হার ১০০% নিশ্চিত হয়েছে।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | সুরেশ বিশ্বাস | সভাপতি |
২ | মনোরঞ্জন বর | সহ-সভাপতি |
৩ | রেখা বর | সদস্য |
৪ | খগেন্দ্র নাথ বিশ্বাস | ,, |
৫ | বিজয় কৃষ্ণ মন্ডল | ,, |
৬ | শেলী পোদ্দার | ,, |
৭ | উন্নতি মন্ডল | ,, |
৮ | শিপ্রা সিংহ | ,, |
৯ | মোঃ কুদ্দুস ফকির | ,, |
১০ | বরেন বিশ্বাস | ,, |
১১ | বিরাট চন্দ্র বিশ্বাস | সদস্য সচিব |
২০০৮ সাল - ১০০%
২০০৯ সাল- ০০%
২০১০ সাল- ৮৮%
২০১১ সাল- ১০০%
২০১২ সাল- ১০০%
বিদ্যালয়ের মোট ১৩ জন ছাত্র ও ২২ জন ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়। এখানে সকল পরিবার একক, যৌথ পরিবার নাই।
বিদ্যালয়টি স্থাপনের ফলে এলাকার অবহেলিত শিশুরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। মানসম্মত শিক্ষাদানে শিক্ষকরা সচেষ্ট।
বর্তমান ভবনটি ৪ চার তলায় উন্নীত করা ও অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান এবং খেলা-ধুলার জন্য মাঠ সংস্কার করা। বিদ্যালয়ে একটি ঘাটলা, বিদ্যালয়ের বাউন্ডারী সীমানা প্রাচীর নির্মাণসহ কেচি গেটের ব্যবস্থা করা।
সোনাখালী-তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
৫ম শ্রেণীঃ
১। আলোক বর
২। স্বন্দীপ মন্ডল
৩। মিতু বিশ্বাস
৪র্থ শ্রেণীঃ
১। স্মৃতি চৌধুরী
২। জুই তালুকদার
৩য় শ্রেণীঃ
১। তন্দ্র বিশ্বাস
২। শুভ বৈরাগী
৩। দ্বীন মোহাম্মাদ
২য় শ্রেণীঃ
১। অনুপ মন্ডল
২। গিরীশ বিশ্বাস
৩। লিজা খানম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস