বিদ্যালয়টি টুংগীপাড়া গোপালগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত। উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়টির দুরত্ব মাত্র ৮ কিঃমিঃ। এটি চারপদ বিশিষ্ট বিদ্যালয় এবং ছাত্র-ছাত্রী সংখ্যা ২০৭ জন। এখানে আট কক্ষ বিশিষ্ট দুইটি পাকা ভবন রয়েছে এবং লেখাধুলার জন্য ছোট একটি মাঠসহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে ১৯৭২ সালে বিদ্যালটি ৩৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণের আওতাভূক্ত হয়। বর্তমান বিদ্যালয়টি গ্রামেরএকটি গুরুত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান।
ক্রমিক নং | সদস্যদের নাম | ক্যাটগরি |
১ | মোঃ আ: কুদ্দুস মুন্সী | সভাপতি |
২ | মোঃ আ: হাই মোল্লা | সহ সভাপতি |
৩ | হাবিবুর রহমান ূখান | সদস্য |
৪ | মো: বাকা খান | সদস্য |
৫ | মোঃ দাউদ শেখ | সদস্য |
৬ | নিত্যানন্দ বসু | সদস্য |
৭ | কুসুম রানী মন্ডল | সদস্য |
৮ | শিল্পি বেগম | সদস্য |
৯ | ফজিলা বেগম | সদস্য |
১০ | আয়না বেগম | সদস্য |
১১ | শফিকুল ইসলাম মুন্সী | সদস্য সচিব |
সাল | অংশগ্রহণকারী | পাশ | পাশের হার |
২০০৯ | ০৬ | ০৩ | ৫০% |
২০১০ | ০৮ | ০৭ | ৮৭% |
২০১১ | ০৭ | ০৬ | ৮৫% |
২০১২ | ১০ | ১০ | ১০০% |
২০১৩ | ২৭ |
|
|
মোট ছাত্র ছাত্রী সংখ্যা | সুবিধাভোগী ছাত্র | সুবিধাভোগী ছাত্রী | মোট সুবিধাভোগীর সংখ্যা |
১৬৭ | ২৮ | ৪৭ | ৭৫ |
বিগত বছর গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের হার সহ বৃত্তি অর্জন। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা শেখ মুজিব গোল্ডকাপপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চ্যাপিয়ান আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহন সহ পুরস্কার লাভ। এছাড়া সাংস্কৃতিতেও রয়েছে কৃতিত্ব।
মান সম্মত শিক্ষা অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করা। শ্রেনি কক্ষে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একজন চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
সিঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
৩য় শ্রেণি | ৪র্থ শ্রেণি | ৫ম শ্রেণি |
১. তাছলিমা খানম | ১.রনি শেখ | ১. মো: সজিব মুন্সী |
২. হাসি খানম | ২. মেহেদি হাসান | ২.শারমিলা খানম |
৩. মোরসালিন | ৩. মুন্নি আক্তার | ৩. ফাতেমা খানম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস