Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইসিটি অধিদপ্তরের (DoICT) মাধ্যমে বেকার যুবক/যুব মহিলাদের ৪০ দিন ব্যাপী ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে
বিস্তারিত

বেকার যুবক/যুব মহিলাদের বিনামূল্যে Freelancing/Outsourcing Training Course প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলার বাসিন্দাদের নিকট হতে নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রম

নূন্যতম শিক্ষাগত যোগ্যতা

বয়স

প্রশিক্ষণার্থীর সংখ্যা

প্রশিক্ষণের সময়কাল

এইচ.এস.সি

১৮ থেকে ৪০

২০- ২৫ জন

৪০ দিন

আবেদন ফরম.pdf ওয়েব সাইট (doict.tungipara.gopalganj.gov.bd) থেকে ডাউনলোড    করে সকল তথ্য পূরণ পূর্বক স্ক্যান কপি পিডিএফ ফরমেটে ই-মেইল করুন (doict.sadar.gopalganj@gmail.com)


আবেদন সংক্রান্ত তথ্যাদিঃ

ক) দরখাস্ত জমা দেওয়ার শেষ সময়ঃ ১২/০১/২০২৩ খ্রিস্টাব্দ।
খ) নির্ধারিত আবেদন ফরম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, টুঙ্গিপাড়া ,গোপালগঞ্জ উপজেলা কার্যালয় এর ওয়েব সাইট (doict.tungipara.gopalganj.gov.bd) অথবা অফিস চলাকালীন সময়ে উপজেলা পরিষদ ভবনের ৪র্থ তলা ৪১৪নং কক্ষ হতে বিনামূল্যে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গ) আবেদনকারীর সংখ্যা বেশি হলে বেসিক কম্পিউটার এর উপর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাচাই করা হবে।
ঘ) এম এস ওয়ার্ড, এক্সেল, ফটোশপ,ইলাস্ট্রেটর ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
ঙ) নিজস্ব ল্যাপটপ আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চ) ফ্রিল্যান্সিং এ আগ্রহী ও মনযোগী হতে হবে।
ছ) বাছাই পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
জ) ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্বান্তই চুড়ান্ত বলে গন্য হবে।
ঝ) প্রশিক্ষনার্থীদের প্রমানক হিসেবে – ১ কপি ছবি, জন্ম সনদ/এনআইডি/ এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশীট এর ফটোকপি জমা দিতে হবে।
ঞ) ইতোঃপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই।

বিঃদ্রঃ প্রশিক্ষণ সংক্রান্ত আপডেট জানার জন্য উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া এর ওয়েব পোর্টাল ( tungipara.gopalganj.gov.bd) ও DoICT টুঙ্গিপাড়া এর ওয়েব পোর্টালে (doict.tungipara.gopalganj.gov.bd) চোখ রাখুন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/01/2023
আর্কাইভ তারিখ
15/01/2023