Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা ভূমি অফিস
বিস্তারিত

টুঙ্গিপাড়া উপজেলার প্রাণকেন্দ্র হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ কমপ্লেক্স থেকে টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস  মাত্র 0.50 কিঃমিঃ উত্তরে অবস্থিত। ভূমি অফিসের পূর্বাংশের বাউন্ডারী সংলগ্নেই রয়েছে উপজেলা পরিষদ ভবন। সাধারণত বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিস রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড,বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এর অধীন ভূমি অফিস পরিচালিত হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে রয়েছে একটি করে ইউনিয়ন ভূমি অফিস।

 

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism
নামজারী ও জমাভাগ
নামজারী ও জমাভাগ কেসের ডুপ্লিকেট পর্চা প্রদান
নামজারী ও জমাভাগ কেসের আদেশের নকল প্রদান
দেওয়ানী আদালতের রায়/আদেশমূলে রেকর্ড সংশোধন
ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান
অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান
অর্পিত সম্পত্তির নবায়ন
অর্পিত সম্পত্তির মালিকানা পরিবর্তনসহ নবায়ন
হাট-বাজারের চান্দিনাভিটি একসনা বন্দোবস্ত প্রদান
হাট-বাজারের চান্দিনাভিটি একসনা বন্দোবস্ত প্রদান
সিটিজেন চার্টার

এই অফিসে নিন্মবর্ণিত কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে।

০১।     সরকারি ভূ-সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনা।

০২।     নামজারী, জমাভাগ ও জমাএকত্রীকরণ।

1.      নামজারী কার্যক্রমের জন্য সুনিদৃষ্ট ফরমে  যাবতীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

2.     ৪৫ (পঁয়তালি­শ) টি  কার্যদিবসের মধ্যে নামজারী নিস্পত্তির কার্যক্রম সমাধা হবে।

3.     নামজারী ফি বাবদ ( কোর্ট ফি সহ) ২৮৩/-(দুইশত তিরাশি)(ভ্যাটসহ) টাকা দিতে হবে।       

০৩।     অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাঃ

1.      অর্পিত সম্পত্তির লীজ নবায়ন।

2.     সেলামীর টাকা আদায় পূর্বক সরকারি কোষাগারে জমাদান।

3.     সম্পত্তির ব্যবস্থাপনার স্বার্থে প্রয়োজনে লীজ বাতিলকরণ ইত্যাদি।

০৪।     খাস জমি ব্যবস্থাপনাঃ

1.      সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম।

2.     ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের বিষয়ে কার্যক্রম।

3.     খাস জমি রক্ষণাবেক্ষণ ইত্যাদি।

০৫।     সরকারি স্বার্থে দেওয়ানী মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা।

০৬।     সরকারি পাওনা আদায় কার্যক্রমঃ

1.      রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনা।

2.     বকেয়া/অনাদায়ী পাওনা আদায়।

০৭।     স্বত্ত্ব লিপি সংরক্ষণ ।

০৮।     গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম,আশ্রয়ণ প্রকল্প সৃজনসহ সামাজিক ব্যবস্থাপনা কার্যক্রম।

০৯।     সায়রাত মহাল তথা- হাট-বাজার, জলমহাল ব্যবস্থাপনা ।

১০।     ভূমির পরিমাপ সংক্রান্ত কার্যক্রম।

1.      সরকারি প্রয়োজনে ভূমির পরিমাপ।

2.     প্রয়োজনবোধে নক্সা অংকন।

১১।      ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় কার্যক্রম পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা।

১২।     ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত বিবিধ কার্যক্রম।

label.column.field_projects

মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে আশ্রয়ন/আবাসন প্রকল্প সমূহ বাস্তবায়নের লক্ষ্যে ভূমি বরাদ্দ সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। এছাড়া জমি আছে ঘর নেই এ ধরণের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঘর বরাদ্দের কাজও ভূমি অফিসের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঘর প্রদান করা হয়ে থাকে।

যোগাযোগ

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্যান্ড হতে 2.00 কিঃমিঃ দূরত্বে উপজেলা ভূমি অফিস অবস্থিত।

 

টুঙ্গিপাড়া উপজেলা ভূমি অফিস

উপজেলা পরিষদ সংলগ্ন

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

 

ফোন      : ০২-৬৬৫৬২৬৩

ফ্যাক্স     : ০২-৬৬৫৬২৬৪

ই মেইল  : ‍ acltungipara@gmail.com